আমদাবাদ: এই প্রথম আইপিএল ২০২৪-এর কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। বজ্রবিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টির ফলে এখানকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম গুজরাত টাইটানস্-এর ম্যাচে একটা বলও গড়াল না।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে দুটি বিষয় নির্ধারিত হয়ে গেল। এক, কেকেআর প্রথম দুটি দলের মধ্যে থেকে লিগ পর্যায়ের খেলা শেষ করবে। এবং দুই, প্লে-অফে খেলা থেকে বঞ্চিত হল গুজরাত টাইটানস্।
আইপিএল টেবিলে গুজরাত টাইটানস্ রয়েছে অষ্টম স্থানে। প্লে-অফের দৌড়ে থাকতে হলে তাদের আজ জিততেই হত। কিন্তু খেলা হওয়া তো দূরের কথা, ম্যাচের টস পর্যন্ত করা গেল না। এতটাই ছিল বৃষ্টির তেজ।
আর বৃষ্টির সঙ্গে ছিল ঝড়। এত জোর ঝড় বয়েছে যে কিছু ফ্লাডলাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেডিয়ামের কিছু ব্যানার ঝড়ের দাপটে ছিঁড়ে গিয়ে ফ্লাডলাইটের ওপরে পড়েছিল। ওই ছেঁড়া ব্যানার এমন ভাবে ফ্লাডলাইটকে ঢেকে দিয়েছিল যে লোক লাগিয়ে সে সব পরিষ্কার করা হয়েছে।
২০২২-এ গুজরাত টাইটানস্ আইপিএল-এ খেলা শুরু করে। সেই থেকে এই প্রথম তারা প্লে-অফে যেতে পারল না। লিগ পর্যায়ে তাদের শেষ খেলা ১৬ মে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
আপাতত কেকেআর ১৩টা ম্যাচ থেকে ১৯ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পরবর্তী লক্ষ্য টেবিলের শীর্ষে যাওয়া। এর জন্য তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস্কে হারাতে হবে। আগামী রবিবার সেই ম্যাচ। তবে কেকেআর যদি প্রথম স্থানে নাও যেতে পারে, তাতে কিছু দুঃখ নেই। কারণ যে দু’বার তারা চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ ২০১২ ও ২০১৪ সালে, সেই দু’বারই তারা দ্বিতীয় স্থানে থেকে লিগের খেলা শেষ করেছিল।