Homeখেলাধুলোআইপিএল“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের মধ্যেই কে এল রাহুলকে অপমান করায় যথেষ্ট নিন্দা-কটূক্তির সম্মুখীন হতে হচ্ছে সঞ্জীব গোয়েনকাকে। এলএসজি-র মালিক মাঠেই কে এল রাহুলকে গালিগালাজ করেন। মাঠে এবং টিভিতে সেই দৃশ্য দেখে খুবই ক্রুদ্ধ হয়েছেন ক্রিকেটাররা এবং ক্রিকেটপ্রেমীরা। এর থেকে পিছিয়ে থাকলেন না মহম্মদ শামিও।

বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে লখনউ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রান করে। ডানহাতি ব্যাটার কে এল রাহুল টেস্টের মতো খেলে ৩৩ বলে ২৯ রান করেন। হায়দরাবাদ সহজেই সেই রান তাড়া করে কোনো উইকেট না হারিয়ে ৯.৪ ওভারে জয় পেয়ে যায়।

প্যাট কামিংস-এর নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি গোটা ম্যাচটায় আগাগোড়া আধিপত্য বিস্তার করে থাকায় লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েনকা সেটা হালকা ভাবে নিতে পারেননি। ক্যামেরা অন করা রয়েছে এবং মাঠে সব খেলোয়াড় উপস্থিত রয়েছেন জেনেও গোয়েনকা দলের অধিনায়ক ও অন্যতম ওপেনার কে এল রাহুলকে গালিগালাজ করতে থাকেন।

ভারতীয় দলের পেসার মহম্মদ শামি আইপিএল-এ খেলছেন গুজরাত টাইটান্‌স-এর হয়ে। তবে আহত থাকার জন্য এখন মাঠে নামছেন না। কিন্তু বুধবারের এই ঘটনায় তিনি চুপ থাকতে পারেননি। তিনি সঞ্জীব গোয়েনকার কাজকে ‘লজ্জাহীন’ বলে অভিহিত করেছেন।

কী বললেন মহম্মদ শামি

সঞ্জীব গোয়েনকাকে উদ্দেশ করে মহম্মদ শামি ‘ক্রিকবাজ’কে বলেন, “আপনি কে এল রাহুলকে অপমান করতে পারেন না। তিনি ভারতের তারকা খেলোয়াড়দের একজন। তিনি সাধারণ ক্রিকেটার নন। অন্য ভাবে তো বলা যেত। আপনি যদি কে এল রাহুলের সঙ্গে কথা বলতে চাইতেন তা হলে ড্রেসিং রুম বা হোটেলে কথা বলতে পারতেন।”

শামি আরও বলেন, “আমি আপনি এই কাজ করে লজ্জাহীনতার পরিচয় দিয়েছেন। ক্রিকেট একটা টিম গেম এবং আপনি একজনকে প্লেয়ারকে দায়ী করতে পারেন না।”

এই বছর আইপিএল-এর সপ্তদশ মরশুম চলছে। খবর পাওয়া যাচ্ছে, কে এল রাহুল নাকি এই মরশুমের পর এই দল ছেড়ে দেবেন। ১২টা ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়ে এলএসজি কিন্তু এখনও প্লে-অফে যাওয়ার জায়গায় রয়েছে। পরবর্তী রাউন্ডে যেতে হলে তাদের বাকি ম্যাচগুলিতে জিততে হবে।

আরও পড়ুন

“যৌন হেনস্থার যথেষ্ট প্রমাণ…”, আদালতের নির্দেশে কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ বিপাকে  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।