Home খেলাধুলো আইপিএল আইপিএল ২০২৪: বেঙ্গালুরুকে হারিয়ে হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস্‌

আইপিএল ২০২৪: বেঙ্গালুরুকে হারিয়ে হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস্‌

0
যশস্বীর ব্যাটে ভোর করে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। ছবি রাজস্থান রয়্যালস-এর 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭২-৮ (রজত পতিদার ৩৪, বিরাট কোহলি ৩৩, অবেশ খান ৩-৪৪, রবিচন্দ্রন অশ্বিন ২-১৯)

রাজস্থান রয়্যালস্‌: ১৭৪-৬ (১৯ ওভার) (যশস্বী জয়সোয়াল ৪৫, রিয়ান পরাগ ৩৬, মহম্মদ সিরাজ ২-৩৩, কর্ন শর্মা ১-১৯)

অমদাবাদ: এ বারের আইপিএল খুব একটা ভালো শুরু করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কিন্তু লিগ পর্যায়ে শেষের ৬টা ম্যাচ টানা জিতে শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে তাদের বিদায় নিতে হল আইপিএল থেকে। বুধবার এলিমিনেটর ম্যাচে তারা ৪ উইকেটে হেরে গেল রাজস্থান রয়্যালস্‌-এর কাছে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন রাজস্থান রয়্যালস্‌-এর রবিচন্দ্রন অশ্বিন।

কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই আইপিএল-এর ফাইনালে উঠে গিয়েছে। তারা কার মুখোমুখি হবে তা স্থির হবে ২৪ মে শুক্রবার। সে দিন ‘কোয়ালিফায়ার ২’ ম্যাচে রাজস্থান রয়্যালস্‌ খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। খেলা হবে চেন্নাইয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে।      

বেঙ্গালুরুর কোনো জুটিই দানা বাঁধল না

এ দিন অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস্‌। কিন্তু প্রথম ব্যাট করার সুযোগটা ভালো ভাবে কাজে লাগাতে পারল না আরসিবি। মোটামুটি নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। কোনো জুটিই দানা বাঁধতে পারেনি।   বিরাট কোহলি ও ফাফ দু প্লেসির ওপেনিং জুটিতে ওঠে ৩৭ রান। ১৪ বলে ১৭ রান করে ট্রেন্ট বোল্টের বলে রোভম্যান পাওয়েলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

বিরাটের সঙ্গী হন ক্যামেরন গ্রিন। দলের ৫৬ রানে আউট হন বিরাট। ২৪ বলে ৩৩ রান করে তিনি যজুবেন্দ্র চহলের শিকার হন তিনি। ক্যামেরন গ্রিন (২১ বলে ২৭), রজত পতিদার (২২ বলে ৩৪) এবং মহিপাল লোমরোর (১৭ বলে ৩২) কিছুটা রান আনলেও আরসিবির আর কোনো ব্যাটারের ব্যাটিংয়ে বিশেষ কিছু অবদান ছিল না। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৭২ রান। রাজস্থানের হয়ে দুর্ধর্ষ বল করেন অবেশ খান (৪৪ রান দিয়ে ৩ উইকেট) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৯ রান দিয়ে ২ উইকেট)।  

জয়ের ভিত গড়লেন যশস্বী জয়সোয়াল

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে খুব একটা খারাপ শুরু করেনি রাজস্থান রয়্যালস্‌। প্রথম দুটি উইকেটে তারা তোলে ৯.২ ওভারে ৮১ রান। জয়ের ভিতটা গড়ে দিয়ে গেলেন যশস্বী জয়সোয়াল (৩০ বলে ৪৫ রান)। তাঁকে কিছুটা সাহায্য করেন টম কোলার-ক্যাডমোর (১৫ বলে ২০ রান)।

তাঁদের কাজটা এগিয়ে নিয়ে গেলেন রিয়ান পরাগ (২৬ বলে ৩৬ রান) এবং সিমরোন হেট্মেয়ার (১৪ বলে ২৬ রান)। ১৯তম ওভারের শেষ বলে লকি ফার্গুসনকে ৬ মেরে দলকে জয়ে পৌঁছে দিলেন রোভম্যান পাওয়েল। ৬ বল বাকি থাকতেই বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল রাজস্থান।

আরও পড়ুন     

আইপিএল ২০২৪: ফাইনালে কেকেআর, এখনও একটা সুযোগ থাকল সানরাইজার্স হায়দরাবাদ-এর 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version