ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন ২০২৫ সালের প্রথম খেতাব জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। জাপানের ইউশি তানাকাকে সরাসরি গেমে ২১–১৫, ২১–১১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় শাটলার। মাত্র ৩৮ মিনিটে ম্যাচ শেষ করে শিরোপা নিজের করে নেন লক্ষ্য।
ফাইনালের শুরু থেকেই আগ্রাসী ছিলেন লক্ষ্য। দ্রুত কোর্ট কভার করা, শক্তিশালী স্ম্যাশ এবং ধারাবাহিক আক্রমণে তানাকাকে কোনও রকম র্যালি করার সুযোগ দেননি তিনি। প্রথম গেমে কিছুটা প্রতিরোধ দেখা গেলেও দ্বিতীয় গেমে একতরফা দাপট দেখান লক্ষ্য। ৮ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্টের লিড নিয়ে নেন ম্যাচের নিয়ন্ত্রণ, যার পর থেকেই তাঁর জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
বিশ্ব র্যাঙ্কিংয়ে লক্ষ্য ১৪ নম্বরে এবং তাঁর প্রতিপক্ষ তানাকা ২৬ নম্বরে। র্যাঙ্কিং ব্যবধানটি গোটা ম্যাচজুড়ে স্পষ্ট দেখা গেছে।
এর আগে ২০২৫ সালে হংকং ওপেনের ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেননি লক্ষ্য। তাই অস্ট্রেলিয়ান ওপেনে এই জয় তাঁর বছরের প্রথম বড় অর্জন। ২০২৩ সালে কানাডা ওপেনে সুপার ৫০০ খেতাব জেতার পর এটাই তাঁর আরেকটি উল্লেখযোগ্য সাফল্য।
খেতাব জয়ের পর আবেগঘন মুহূর্ত দেখা যায় কোর্টে। বাবা ও কোচ ডি.কে. সেন এবং কোচ ইয়ো ইয়ং সুংকে জড়িয়ে ধরেন লক্ষ্য। এই জয়ের ফলে তিনি আবারও বিশ্বের সেরা ১০ খেলোয়াড়ের মধ্যে ফিরে আসার পথে।


