Homeখেলাধুলোঅস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।

প্রকাশিত

ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন ২০২৫ সালের প্রথম খেতাব জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। জাপানের ইউশি তানাকাকে সরাসরি গেমে ২১–১৫, ২১–১১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় শাটলার। মাত্র ৩৮ মিনিটে ম্যাচ শেষ করে শিরোপা নিজের করে নেন লক্ষ্য।

ফাইনালের শুরু থেকেই আগ্রাসী ছিলেন লক্ষ্য। দ্রুত কোর্ট কভার করা, শক্তিশালী স্ম্যাশ এবং ধারাবাহিক আক্রমণে তানাকাকে কোনও রকম র‌্যালি করার সুযোগ দেননি তিনি। প্রথম গেমে কিছুটা প্রতিরোধ দেখা গেলেও দ্বিতীয় গেমে একতরফা দাপট দেখান লক্ষ্য। ৮ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্টের লিড নিয়ে নেন ম্যাচের নিয়ন্ত্রণ, যার পর থেকেই তাঁর জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে লক্ষ্য ১৪ নম্বরে এবং তাঁর প্রতিপক্ষ তানাকা ২৬ নম্বরে। র‌্যাঙ্কিং ব্যবধানটি গোটা ম্যাচজুড়ে স্পষ্ট দেখা গেছে।

এর আগে ২০২৫ সালে হংকং ওপেনের ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেননি লক্ষ্য। তাই অস্ট্রেলিয়ান ওপেনে এই জয় তাঁর বছরের প্রথম বড় অর্জন। ২০২৩ সালে কানাডা ওপেনে সুপার ৫০০ খেতাব জেতার পর এটাই তাঁর আরেকটি উল্লেখযোগ্য সাফল্য।

খেতাব জয়ের পর আবেগঘন মুহূর্ত দেখা যায় কোর্টে। বাবা ও কোচ ডি.কে. সেন এবং কোচ ইয়ো ইয়ং সুংকে জড়িয়ে ধরেন লক্ষ্য। এই জয়ের ফলে তিনি আবারও বিশ্বের সেরা ১০ খেলোয়াড়ের মধ্যে ফিরে আসার পথে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লক্ষ্য সেন; তিন গেমের লড়াইয়ে বিশ্বের ৬ নম্বরকে হারিয়ে দুরন্ত জয় বাঙালি শাটলারের

অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০-র ফাইনালে উঠলেন বাঙালি শাটলার লক্ষ্য সেন। তিন গেমের তীব্র লড়াইয়ে বিশ্ব নম্বর ৬ চৌ তিয়েন চেনকে হারালেন ২৪ বছরের ভারতীয় তারকা।