Homeখেলাধুলোখেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় নেই মনু ভাকেরের নাম, জোর চর্চা

খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় নেই মনু ভাকেরের নাম, জোর চর্চা

প্রকাশিত

দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় নেই প্যারিস অলিম্পিক্সে দুটি ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকেরের নাম। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রমণিয়মের নেতৃত্বাধীন একটি ১২-সদস্য বিশিষ্ট কমিটি মনুর নাম সুপারিশ করেনি বলে সূত্রের খবর।

ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে মনু ভাকের এই পুরস্কারের জন্য আবেদন করেননি। তবে মনুর বাবা রামকৃষ্ণ ভাকের দাবি করেছেন যে তাঁরা পুরস্কারের জন্য আবেদন করেছিলেন এবং কমিটির কাছ থেকে কোনো উত্তর পাননি।

রামকৃষ্ণ বলেন, “একই অলিম্পিকসে দুটি পদক জিতে যদি এমন হতাশ হতে হয়, তাহলে পুরস্কার পাওয়ার কোনো মানে নেই। সরকারি এক কর্মকর্তা সিদ্ধান্ত নিচ্ছেন, আর কমিটির সদস্যরা নীরব। এটা কি খেলোয়াড়দের উৎসাহিত করার সঠিক পদ্ধতি?”

প্যারিস অলিম্পিক্সে ভারত ছয়টি পদক জয় করে, যার মধ্যে মনু ভাকের দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিনি মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে এবং সরবজোত সিংয়ের সঙ্গে মিশ্র ১০ মিটার পিস্তল ইভেন্টে পদক জয় করেন।

২০২০ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন মনু ভাকের। এ বছর ক্রিকেটার মহম্মদ শামিকে অর্জুন পুরস্কার দেওয়া হয়, কিন্তু তিনি আবেদন করেননি বলে জানা যায়। বিসিসিআইয়ের হস্তক্ষেপের পর জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটি স্বতঃপ্রণোদিত হয়ে শামির নাম বিবেচনা করে।

মনু ভাকেরের বাবা বলেন, “কেন অভিভাবকরা তাঁদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করবেন? বরং তাঁদের সরকারি চাকরির দিকে ঠেলে দেওয়া উচিত। পুরস্কারের জন্য আবেদন করেও আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। এটা হতাশাজনক।”

প্যারিসে সাফল্যের পর থেকে মনু ভাকের অনেক সমালোচনার মুখোমুখি হয়েছেন। টোকিও অলিম্পিক্সে ব্যর্থতার পর প্যারিসে তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। তবুও খেলরত্নের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ায় ক্রীড়া মহলে জোর চর্চা চলছে।

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সচিন আমাকে সাহায্য করেনি…’, বিনোদ কাম্বলির অকপট স্বীকারোক্তি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।