Home খেলাধুলো স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

স্টিক হাতে সৌরভ। পাশে গুরবক্স।

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল একটি গোল শোধ করে। তবে খেলা শেষের কিছুটা আগেই মোহনবাগান আরও একটি গোল করে ৩-১ গোলের ব্যবধানে বিজয়ী শিরোপা অর্জন করে।

calcutta hockey MB 24.03

চ্যাম্পিয়ন মোহনবাগান।

রবিবার হাওড়ার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং গত বারের রানার্স মোহনবাগান। ফুটবলের ডার্বির মতো সমান উত্তেজনা দেখা যায় এই ম্যাচে। হকির ডার্বি দেখতে অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন নিজ নিজ দলকে সমর্থন করার উদ্দেশ্যে। গত বারের ফল এ বার উল্টে গেল।

খেলার শুরুতেই দুই দলের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন হকি বেঙ্গলের সভাপতি তথা মাননীয় দমকল মন্ত্রী সৃজিত বসু, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং, রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ রায় এবং হকি বেঙ্গলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আলী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ম্যাচের একটি মুহূর্ত।

এ দিন হকি স্টিক হাতে গুরবক্স সিং-এর সাথে বল নিয়ে কিছুটা কৌশল প্রদর্শন করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। খেলার শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ীদের হাতে ট্রফি এবং নগদ ৩ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রানার্স দলকেও দুই লক্ষ টাকার চেক এবং ট্রফি তুলে দেওয়া হয় হকি বেঙ্গলের তরফ থেকে। এ ছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতার হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়

রানার্স আপ ইস্টবেঙ্গল।

এ দিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন আগামী কিছু দিনের মধ্যেই বাংলার হকিপ্রেমী মানুষদের জন্য আরেকটি সুখবরের কথা। তিনি বলেন, কলকাতার বুকে একটি আন্তর্জাতিক মানের আস্ট্রোটার্ফ কিছু দিনের মধ্যেই উন্মোচিত হবে।

ছবি ও প্রতিবেদন: সঞ্জয় হাজরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version