Homeখেলাধুলোস্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

প্রকাশিত

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল একটি গোল শোধ করে। তবে খেলা শেষের কিছুটা আগেই মোহনবাগান আরও একটি গোল করে ৩-১ গোলের ব্যবধানে বিজয়ী শিরোপা অর্জন করে।

চ্যাম্পিয়ন মোহনবাগান।

রবিবার হাওড়ার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং গত বারের রানার্স মোহনবাগান। ফুটবলের ডার্বির মতো সমান উত্তেজনা দেখা যায় এই ম্যাচে। হকির ডার্বি দেখতে অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন নিজ নিজ দলকে সমর্থন করার উদ্দেশ্যে। গত বারের ফল এ বার উল্টে গেল।

খেলার শুরুতেই দুই দলের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন হকি বেঙ্গলের সভাপতি তথা মাননীয় দমকল মন্ত্রী সৃজিত বসু, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং, রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ রায় এবং হকি বেঙ্গলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আলী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ম্যাচের একটি মুহূর্ত।

এ দিন হকি স্টিক হাতে গুরবক্স সিং-এর সাথে বল নিয়ে কিছুটা কৌশল প্রদর্শন করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। খেলার শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ীদের হাতে ট্রফি এবং নগদ ৩ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রানার্স দলকেও দুই লক্ষ টাকার চেক এবং ট্রফি তুলে দেওয়া হয় হকি বেঙ্গলের তরফ থেকে। এ ছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতার হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়

রানার্স আপ ইস্টবেঙ্গল।

এ দিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন আগামী কিছু দিনের মধ্যেই বাংলার হকিপ্রেমী মানুষদের জন্য আরেকটি সুখবরের কথা। তিনি বলেন, কলকাতার বুকে একটি আন্তর্জাতিক মানের আস্ট্রোটার্ফ কিছু দিনের মধ্যেই উন্মোচিত হবে।

ছবি ও প্রতিবেদন: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।