Home খেলাধুলো মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

0

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ শিল্ড পায়নি। এ বার প্রতিপক্ষ মুম্বইকে ঘরের মাঠে যুবভারতীতে ২-১ গোলে হারাল সবুজ-মেরুন দল।

সোমবার মুম্বই সিটি এফসিকে ২-১ হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলে ইতিহাস তৈরি করল মোহনবাগান। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম লিগ-শিল্ড জিতল সবুজ-মেরুন। এ দিন লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে মোহনবাগান হারিয়ে দিল ২-১ গোলে।

২৭ মিনিটের মাথায় বক্সের একটু বাইরে বল পেয়ে পেত্রাতোস পাস দেন লিস্টনকে। শট মারেন লিস্টন। নিখুঁত কোণ দিয়ে বল জড়িয়ে গেল জালে। ৮০ মিনিটে জেসন কামিন্সের গোল। বল পেয়ে মুহূর্তের মধ্যে ডানপ্রান্তে সুইচ করে দেন দিমিত্রি পেত্রাতোস। তারপর মুম্বই গোলকিপারের ডানদিক দিয়ে বলটা জালে জড়িয়ে দেন কামিন্স। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৮৯ মিনিটে গোল শোধ করে মুম্বই। ছাংতে গোল করেন।

এই ম্যাচে মুম্বইয়ের ড্র করলেই চলত। কিন্তু জিততেই হতো হাবাসের দলকে। সেটা হওয়ার পরে সবুজ-মেরুন দল উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেয়। শিল্ড জিতে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের খেলোয়াড়রা। এই প্রথমবার আইএসএলের শিল্ড জিতল মোহনবাগান। প্রায় কাণায়-কাণায় পূর্ণ মাঠে জয় উদ্‌যাপন মোহনবাগানের সমর্থকদের।

এ দিনের ম্য়াচের আগে পরিসংখ্যান বলছিল, আইএসএলে দু’দল মোট মুখোমুখি হয়েছে আটবার। তার মধ্যে ছ’বারই জিতেছে মুম্বই। দু’বার হয়েছে ড্র। নবম সাক্ষাতে পরিসংখ্যান অভিমুখ বদল করল। আর এই জয় শুধু মোহনবাগানেরই নয়, বাংলার ফুটবলের জয়। কারণ বাংলার প্রথম কোনো দল হিসেবে মোহনবাগান জিতল শিল্ড।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version