Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের পুরুষ ও মহিলা তিরন্দাজি দল পৌঁছে গেল কোয়ার্টার...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের পুরুষ ও মহিলা তিরন্দাজি দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে

0
চলছে মহিলা তিরন্দাজিদের খেলা। রয়েছেন ভজন কৌর এবং অঙ্কিতা প্রধান (পিছনে)। ছবি X handle থেকে নেওয়া।

প্যারিস: আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার আগেই বৃহস্পতিবার বসে গেল তিরন্দাজির আসর। এবং প্রথম দিনেই উল্লেখযোগ্য সাফল্য পেল ভারত। র‍্যাঙ্কিং রাউন্ডে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের পুরুষ ও মহিলা তিরন্দাজি দল।

অঙ্কিতা ভকতের একাদশ স্থান

এদিন প্রথমে ছিল মহিলা তিরন্দাজি দলগুলির র‍্যাঙ্কিং রাউন্ডের খেলা। তাতে চতুর্থ স্থান দখল করে ভারত সরাসরি চলে গেল কোয়ার্টার ফাইনালে। অঙ্কিতা ভকত, ভজন কৌর এবং দীপিকা কুমারীকে নিয়ে গঠিত ভারতীয় দল ১২টি রাউন্ডের পর মোট ১৯৮৩ পয়েন্ট পায়। তারা চতুর্থ হয়। ২০৪৬ পয়েন্ট পেয়ে দক্ষিণ কোরিয়া র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম স্থান দখল করে। দ্বিতীয় স্থানে রয়েছে চিন (১৯৯৬ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে মেক্সিকো (১৯৮৬ পয়েন্ট)। কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিজয়ীর মধ্যে।

ভারতীয় দলে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেন বাংলার মেয়ে অঙ্কিতা ভকত। ১২টি রাউন্ডে ৬৬৬ পয়েন্ট সংগ্রহ করে অঙ্কিতা রয়েছেন একাদশ স্থানে। ভজন কৌরের সংগ্রহ ৬৫৯ পয়েন্ট। তিনি রয়েছেন ২২তম স্থানে এবং ৬৫৮ পয়েন্ট সংগ্রহ করে দীপিকা কুমারী রয়েছেন ২৩তম স্থানে।

ধীরাজ বোম্মাদেবরার চতুর্থ স্থান

মহিলাদের তিরন্দাজির পরেই আসর বসে পুরুষদের দলগত র‍্যাঙ্কিং রাউন্ডের আসর। ভারতের পুরুষদলও কোয়ার্টার ফাইনালে গেল র‍্যাঙ্কিং রাউন্ডে তৃতীয় স্থান দখল করে। ধীরাজ বোম্মাদেবরা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবকে গঠিত ভারতীয় দল ২০১৩ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান দখল করে। দক্ষিণ কোরিয়া রয়েছে প্রথম স্থানে। আয়োজক দেশ ফ্রান্স দ্বিতীয় স্থানে এবং চিন রয়েছে চতুর্থ স্থানে। কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হবে তুরস্ক ও কোলোম্বিয়ার বিজয়ীর মধ্যে।

১২ রাউন্ডের শেষে ধীরাজ ৬৮১ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থান দখল করেন। তরুণদীপ রাইয়ের সংগ্রহ ৬৭৪ পয়েন্ট এবং তিনি রয়েছেন চতুর্দশ স্থানে। প্রবীণ যাদব রয়েছেন ৩৯তম স্থানে। তাঁর সংগ্রহ ৬৫৮ পয়েন্ট।

মিক্সড্‌ টিম ইভেন্ট

মিক্সড্‌ টিম ইভেন্টের রাউন্ড অফ ১৬-য় ভারতের ধীরাজ বোম্মাদেবরা এবং অঙ্কিতা ভকত ৫ম বাছাই। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য তাদের মুখোমুখি হতে হবে ইন্দোনেশিয়ার।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারতের কোন খেলা কবে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version