Homeখেলাধুলোমোহনবাগান দিবসের বর্ণাঢ্য উদযাপন নেতাজি ইন্ডোরে, 'মোহনবাগান রত্নে' ভূষিত টুটু বসু

মোহনবাগান দিবসের বর্ণাঢ্য উদযাপন নেতাজি ইন্ডোরে, ‘মোহনবাগান রত্নে’ ভূষিত টুটু বসু

প্রকাশিত

সঞ্জয় হাজরা

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল মোহনবাগান দিবস। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের এই ঐতিহ্যমণ্ডিত দিনে সম্মানিত করা হল বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া ও ক্রীড়া-সংশ্লিষ্ট অসামান্য কৃতিত্বের অধিকারীদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন।

মহিলা ফুটবলে অনন্য কৃতিত্বের জন্য ভারতীয় মহিলা ফুটবলার রিম্পা হালদারকে সম্মানিত করা হয়। ‘বেস্ট সাপোর্টার’ সম্মানে সম্মানিত হন উমাকান্ত পালধি। ‘বেস্ট রেফারি’ প্রতুল চক্রবর্তী সম্মান পান। ‘মিলন দত্ত’, ‘অঞ্জন মিত্র’ সম্মানে ভূষিত হলেন কমল কুমার মৈত্র।

সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে প্রয়াত মতি নন্দীর নামে যুগ্মভাবে সম্মানিত হলেন প্রয়াত অরুন সেনগুপ্ত ও মানস চক্রবর্তী। মরশুমের সেরা অ্যাথলিট প্রণব বন্দ্যোপাধ্যায় সম্মানে ভূষিত হলেন অর্চিতা বন্দ্যোপাধ্যায়।

জীবনকৃতি সম্মান পেলেন প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি।

সেরা হকি খেলোয়াড় কেশব দত্ত সম্মানে সম্মানিত হন অর্জুন শর্মা। বর্ষসেরা তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বর্ষসেরা সিনিয়র ক্রিকেটার হিসেবে অরুন লালের নামে সম্মানিত হন রণজ্যোৎ সিং খয়রা। সুভাষ ভৌমিক সম্মানে সেরা ফরোয়ার্ড হিসেবে সম্মানিত হলেন অস্ট্রেলিয়ার জেমী ম্যাকারেন।

বর্ষসেরা ফুটবলার হিসেবে অপুইয়া পেলেন বিশেষ সম্মান। জীবনকৃতি সম্মান পেলেন প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি।

সর্বোপরি, মোহনবাগান ক্লাবের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’-এ ভূষিত হলেন ক্লাবের অন্যতম প্রভাবশালী ও ঐতিহ্যবাহী মুখ স্বপন সাধন বসু, যিনি সকলের কাছে পরিচিত টুটু বসু নামে।এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ক্লাবের সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কানায় কানায় ভরা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। অনুষ্ঠানের অন্তিম পর্বে সুরেলা পরিবেশনায় মঞ্চ মাতান জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: থাকছেন না ঋষভ, সম্ভবত বুমরাহও, ওভাল টেস্টে কী হতে পারে ভারতীয় একাদশ?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।