Home খেলাধুলো প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার, ডিসকাস ছোড়ায় রুপো যোগেশ...

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার, ডিসকাস ছোড়ায় রুপো যোগেশ কাঠুনিয়ার

0
নীতেশ কুমার। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

প্যারিস: শুটিং-এ অবনী লেখারার সোনা জয়ের পর প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের জন্য আবার সোনার খবর। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে (এসএল৩) সোনা জিতলেন নীতেশ কুমার। সঙ্গে আর-একটি সুখবর। পুরুষদের ডিসকাস ছোড়ায় (এফ৫৬) রৌপ্যপদক পেলেন যোগেশ কাঠুনিয়া। ভারতের ঝুলিতে পদকের সংখ্যা দাঁড়াল ৯টি – ২টি সোনা, ৩টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ।

নীতেশ কুমার ফাইনালে ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে হারালেন ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ফলাফলে। প্যারালিম্পিক্সের আসরে এই প্রথম সোনা জিতলেন নীতেশ।

২০০৯ সালে একটি দুর্ঘটনার পর নীতেশে পা স্থায়ীভাবে জখম হয়। সেই অবস্থাতেই তিনি খেলা চালিয়ে যায়। আইআইটি মান্ডির গ্র্যাজুয়েট ২৯ বছরের নীতেশ এর আগে ২০২২-এর প্যারা এশিয়ান গেমসে রুপো জিয়েছিলেন। ২০২০-তে টোকিও প্যারালিম্পিক্সের আসরে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে নীতেশের লক্ষ্য ছিল সোনা জেতা। সেই লক্ষ্য প্যারিসে পূরণ হল।

যোগেশ কাঠুনিয়া। ছবি এএনআই ‘এক্স’ থেকে নেওয়া।

ডিসকাসে যোগেশের রুপো

৪২.২২ মিটার ডিসকাস ছুড়ে রুপোর পদক জিতলেন যোগেশ কাঠুনিয়া। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সেও তিনি রৌপ্যপদক জিতেছিলেন। এই মরশুমে এই দূরত্বই সবচেয়ে ভালো পারফরমেন্স।

এই ইভেন্টে সোনা পেলেন ব্রাজিলের ক্লাউডিনে বাতিস্তা দোস সান্তোস। এই নিয়ে প্যারালিম্পিক্সের আসরে তিনি সোনা জিতলেন। পঞ্চমবারের চেষ্টায় ৪৬.৮৬ মিটার দূরত্বে তিনি গেমসে নয়া রেকর্ড সৃষ্টি করলেন।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: দৌড়ে প্রীতির দ্বিতীয় ব্রোঞ্জ, হাই জাম্পে নিষাদ কুমারের রুপো, ভারতের ঘরে ৭টি পদক  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version