Homeখেলাধুলোবিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ: দ্বিতীয় রাউন্ডেই বিদায় সিন্ধুর, তৃতীয় রাউন্ডে পৌঁছোলেন প্রণয় ও...

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ: দ্বিতীয় রাউন্ডেই বিদায় সিন্ধুর, তৃতীয় রাউন্ডে পৌঁছোলেন প্রণয় ও লক্ষ্য সেন

প্রকাশিত

কোপেনহাগেন: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধুর খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। কোপেনহাগেনে অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন তিনি। ১৬ নম্বর বাছাই সিন্ধু এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছোতে পারলেন না।

ওদিকে, পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন এইচ এস প্রণয় এবং লক্ষ্য সেন।

‘রাউন্ড অফ ৩২’-এ সিন্ধুর খেলা ছিল পুরোনো প্রতিদ্বন্দ্বী জাপানের নোজোমি ওকুহারা। ২০১৭-এর সোনা এবং ২০১৯-এর রুপোজয়ী ওকুহারা সহজেই বাজিমাত করলেন সিন্ধুর বিরুদ্ধে। খেলার ফল ওকুহারার পক্ষে ১৪-২১, ১৪-২১।

২০১৭-এর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা স্মরণীয় হয়ে থাকবে সিন্ধু-ওকুহারার লড়াইয়ের জন্য। টানা ১১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই ম্যাচে সিন্ধু জয়ী হন। কিন্তু মঙ্গলবার কোপেনহাগেনে সিন্ধু সহজেই হার স্বীকার করেন ওকুহারার কাছে। এবং দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন তিনি।

লক্ষ্য সেন।

প্রণয় ও লক্ষ্য তৃতীয় রাউন্ডে  

পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব র‍্যাঙ্কিং-এ ৯ নম্বর এইচ এস প্রণয় খুব সহজেই হারান ইন্দোনেশিয়ার চিকো আউরা দোয়াই ওয়ারদোয়োকে। ম্যাচের ফল প্রণয়ের পক্ষে ২১-৯, ২১-১৪।

তৃতীয় রাউন্ডে প্রণয় মুখোমুখি হবে সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের সঙ্গে। লোহ কিন ২০২১-এর চ্যাম্পিয়ন।

দ্বিতীয় রাউন্ডের আর-একটি ম্যাচে জিতেছেন লক্ষ্য সেন। ২০২১-এর ব্রোঞ্জজয়ী লক্ষ্য তাঁর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার জিয়ন হেয়ক জিনকে ২১-১১, ২১-১২ ফলে হারান।

২০২২-এ এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে এই জিনের কাছেই পরাস্ত হয়েছিলেন লক্ষ্য। কোপেনহাগেনে সেই হারেরই বদলা নিলেন লক্ষ্য। তৃতীয় রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টের তৃতীয় বাছাই তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্ন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।