Home খেলাধুলো প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: জ্যাভেলিনে আবার সোনা সুমিত আন্তিলের, ১৫টা পদক ঝুলিতে ভরে...

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: জ্যাভেলিনে আবার সোনা সুমিত আন্তিলের, ১৫টা পদক ঝুলিতে ভরে ভারত ১৫তম স্থানে

0
সোনাজয়ী সুমিত আন্তিল। ছবি 'এক্স' থেকে নেওয়া।

প্যারিস: প্যারিস প্যারালিম্পিক্সে পঞ্চম দিনটা দুর্দান্ত ফল দিল ভারতের পক্ষে। চতুর্থ দিনের শেষে ভারতের ঝুলিতে ছিল ৭টা পদক। পঞ্চম দিনের শেষে পদকের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ – ৩টে সোনা, ৫টা রুপো, ৭টা ব্রোঞ্জ।

ভারতের হয়ে তৃতীয় স্বর্ণপদক জিতলেন সুমিত আন্তিল। পুরুষদের জ্যাভেলিন থ্রো-এ (বর্শা ছোড়া) এফ৬৪ ইভেন্টে আবার সোনা জিতলেন তিনি। ২০২০-এর টোকিও প্যারালিম্পিক্সেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন সুমিত। তবে এবার রেকর্ড গড়েছেন। ৭০.৫৯ মিটার দূরত্বে বর্শা ছুড়ে প্যারালিম্পিক্সে রেকর্ড গড়লেন সুমিত।

সুমিতের আগে পঞ্চম দিনে দেশের হয়ে দ্বিতীয় সোনাটি আনেন নীতেশ কুমার। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে (এসএল৩) সোনা জেতেন তিনি।

ব্যাডমিন্টনে আরও পদক

ব্যাডমিন্টনে আরও পদক এসেছে ভারতের ঝুলিতে। মেয়েদের সিঙ্গলসে এসএইচ৬ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন নিত্য শ্রী শিবন। একপেশে লড়াইয়ে শিবন ইন্দোনেশিয়ার রিনা মারলিনাকে ২১-১৪, ২১-৬ ফলাফলে পরাজিত করেন।

পুরুষদের সিঙ্গলসে এসএল৪ ইভেন্টে সুহাস যতিরাজ পেলেন রৌপ্যপদক। তিনি ফ্রান্সের লুকাস মাজুরের কাছে ৯-২১, ১৩-২১ ফলাফলে হেরে যান। মেয়েদের সিঙ্গলসে এসইউ৫ ইভেন্টে রুপো জিতলেন তুলাসিমাতি মুরুগেসান। তিনি ফাইনালে চিনের ইয়াং কিউ জিয়ার কাছে ১৭-২১, ১০-২১ ফলাফলে হেরে যান। ওই একই ইভেন্টে ব্রোঞ্জপদক পেলেন মনীষা রামদাস। তিনি সেমিফাইনালে তুলাসিমাতি মুরুগেসানের কাছে ২১-২৩, ১৭-২১ ফলাফলে পরাজিত হন।

তিরন্দাজিতে ব্রোঞ্জ   

তীরন্দাজির মিক্সড্ টিম কম্পাউন্ড‌ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন শীতল দেবী ও রাকেশ কুমার। তাঁরা ইতালির এলিওনারা সারতি ও মাত্তেও বোনাসিনার জুটিকে ১৫৬-১৫৫ পয়েন্টে পরাজিত করেন। একসময়ে শীতল ও রাকেশ ১১৬-১১৭ পয়েন্টে পিছিয়ে ছিলেন। তার পর শেষ ৪টি শটে ১০-এ ১০ স্কোর করে জয় ছিনিয়ে নেন।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার, ডিসকাস ছোড়ায় রুপো যোগেশ কাঠুনিয়ার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version