কলকাতা: মহানগরে চলছে টাটা স্টিল দাবা টুর্নামেন্ট। আন্তর্জাতিক মানের এই দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে ৩১ আগস্ট, জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৩-এ এই প্রতিযোগিতা ষষ্ঠ বছরে পড়ল।
এই প্রতিযোগিতা উপলক্ষ্যে দাবা-কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ, সদ্যসমাপ্ত দাবা বিশ্বকাপে রানার্স আপ রমেশবাবু প্রজ্ঞানানন্দ, মহিলা দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুন, ২০১৯-এ র্যাপিড টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি-সহ বিশ্বসেরা দাবাড়ুদের সমাগম ঘটেছে এই ‘আনন্দের শহরে’।
এই প্রতিযোগিতায় রয়েছে মহিলা এবং পুরুষদের র্যাপিড ও ব্লিৎজ বিভাগ। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মহিলাদের র্যাপিড বিভাগে ৯টি রাউন্ডের খেলা হয়েছে। ৩ এবং ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ব্লিৎজ বিভাগের ১৮টি রাউন্ড।
মহিলাদের রাপিড বিভাগে বিজয়িনী হলেন ভারতের প্রতিভাময়ী দাবাড়ু গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ এবং ব্লিৎজ বিভাগে বিজয়িনী হলেন চিনের বিশ্বচ্যাম্পিয়ন মহিলা দাবাড়ু জু ওয়েনজুন। পুরস্কারমূল্য ছিল দশ হাজার মার্কিন ডলার।
আগামীকাল থেকে শুরু হচ্ছে পুরুষদের র্যাপিড ও ব্লিৎজ বিভাগের প্রতিযোগিতা। কাল থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে র্যাপিড বিভাগে ৯টি রাউন্ডের খেলা এবং ৮ ও ৯ সেপ্টেম্বর চলবে ব্লিৎজ বিভাগের ১৮টি রাউন্ডের খেলা।
এই উপলক্ষ্যে সোমবার বিশ্বনাথন আনন্দের উপস্থিতিতে হয়ে গেল পুরুষ বিভাগের ড্র। এই দাবা প্রতিযোগিতায় নামছেন রমেশবাবু প্রজ্ঞানানন্দও। উল্লেখ্য, পাঁচ বছর আগে ২০১৮ সালে যখন এই টুর্নামেন্ট শুরু হয় তখনও যোগ দিয়েছিলেন প্রজ্ঞানানন্দ। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর।