Homeখেলাধুলো‘টাটা স্টিল চেস ইন্ডিয়া’ টুর্নামেন্ট উপলক্ষ্যে কলকাতায় বিশ্বসেরা দাবাড়ুদের সমাবেশ

‘টাটা স্টিল চেস ইন্ডিয়া’ টুর্নামেন্ট উপলক্ষ্যে কলকাতায় বিশ্বসেরা দাবাড়ুদের সমাবেশ

প্রকাশিত

কলকাতা: মহানগরে চলছে টাটা স্টিল দাবা টুর্নামেন্ট। আন্তর্জাতিক মানের এই দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে ৩১ আগস্ট, জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৩-এ এই প্রতিযোগিতা ষষ্ঠ বছরে পড়ল।

এই প্রতিযোগিতা উপলক্ষ্যে দাবা-কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ, সদ্যসমাপ্ত দাবা বিশ্বকাপে রানার্স আপ রমেশবাবু প্রজ্ঞানানন্দ, মহিলা দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুন, ২০১৯-এ র‍্যাপিড টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি-সহ বিশ্বসেরা দাবাড়ুদের সমাগম ঘটেছে এই ‘আনন্দের শহরে’।  

এই প্রতিযোগিতায় রয়েছে মহিলা এবং পুরুষদের র‍্যাপিড ও ব্লিৎজ বিভাগ। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মহিলাদের র‍্যাপিড বিভাগে ৯টি রাউন্ডের খেলা হয়েছে। ৩ এবং ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ব্লিৎজ বিভাগের ১৮টি রাউন্ড।

বাঁদিক থেকে কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখ ও জু ওয়েনজুন। ছবি: সঞ্জয় হাজরা।

মহিলাদের রাপিড বিভাগে বিজয়িনী হলেন ভারতের প্রতিভাময়ী দাবাড়ু গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ এবং ব্লিৎজ বিভাগে বিজয়িনী হলেন চিনের বিশ্বচ্যাম্পিয়ন মহিলা দাবাড়ু জু ওয়েনজুন। পুরস্কারমূল্য ছিল দশ হাজার মার্কিন ডলার।

আগামীকাল থেকে শুরু হচ্ছে পুরুষদের র‍্যাপিড ও ব্লিৎজ বিভাগের প্রতিযোগিতা। কাল থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে র‍্যাপিড বিভাগে ৯টি রাউন্ডের খেলা এবং ৮ ও ৯ সেপ্টেম্বর চলবে ব্লিৎজ বিভাগের ১৮টি রাউন্ডের খেলা।

বাঁ দিক থেকে দোমারাজু গুকেশ, বিশ্বনাথন আনন্দ, রমেশবাবু প্রজ্ঞানানন্দ প্রমুখ। ছবি: সঞ্জয় হাজরা।

এই উপলক্ষ্যে সোমবার বিশ্বনাথন আনন্দের উপস্থিতিতে হয়ে গেল পুরুষ বিভাগের ড্র। এই দাবা প্রতিযোগিতায় নামছেন রমেশবাবু প্রজ্ঞানানন্দও। উল্লেখ্য, পাঁচ বছর আগে ২০১৮ সালে যখন এই টুর্নামেন্ট শুরু হয় তখনও যোগ দিয়েছিলেন প্রজ্ঞানানন্দ। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর।    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।