Home খেলাধুলো পিছন থেকে নয়, সামনাসামনি গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে...

পিছন থেকে নয়, সামনাসামনি গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে চাঞ্চল্য

Radhika Yadav murder

টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পোস্টমর্টেম রিপোর্টে। সরকারি হাসপাতালে করা ময়নাতদন্তে উঠে এসেছে, রাধিকার শরীরে সামনের দিক থেকে চারটি গুলি করা হয়েছে। অথচ পুলিশি FIR অনুযায়ী, অভিযুক্ত তথা রাধিকার বাবা দীপক যাদব স্বীকার করেছিলেন যে তিনি পিছন থেকে গুলি চালিয়েছিলেন।

এই গুরুতর বৈপরীত্য সামনে আসতেই তদন্তে নতুন মোড় নিয়েছে। সরকারিভাবে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও সার্জন ডঃ দীপক মাথুর সংবাদমাধ্যমকে টেলিফোনে জানান, “রাধিকা যাদবকে সামনে থেকে চারটি গুলি করা হয়েছে। সবকটি গুলি বুকে লেগেছে। গুলিগুলি শরীর থেকে বের করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”

ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে—FIR-এ দেওয়া বয়ান কতটা নির্ভরযোগ্য? আর কোনও তথ্য কি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? রাধিকার মৃত্যু নিয়ে গোটা দেশই যখন শোকাহত, তখন তদন্তে এই ফারাক অনেক কিছুকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

পুলিশ এখনও পর্যন্ত এই বৈপরীত্যের কোনও ব্যাখ্যা দেয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, FIR-এর বক্তব্য ও পোস্টমর্টেম রিপোর্টের পার্থক্য নিয়ে উচ্চপদস্থ স্তরে আলোচনা চলছে। তদন্তকারী দল এখন ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

রাধিকা যাদব, যিনি প্রতিভাবান জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় ছিলেন, তাঁর মৃত্যু ঘিরে ক্রমশ জমাট বাঁধছে রহস্য।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version