Home খবর দেশ ৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

mohon bhagbat and PM Modi

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার সময় হয়ে যায়—আরএসএস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্য ঘিরে দেশের রাজনীতিতে জোর বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস মনে করছে, এই মন্তব্যের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫-এ ৭৫ বছরে পা দেবেন। উল্লেখযোগ্যভাবে, ভাগবতের নিজের জন্মদিনও সেই মাসেই, ১১ সেপ্টেম্বর।

এই মন্তব্য ঘিরে কটাক্ষ করতে দেরি করেনি কংগ্রেস। দলীয় মুখপাত্র ও বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন,
“বেচারা পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রী! স্বদেশে ফিরে আরএসএস প্রধান তাঁকে মনে করিয়ে দিলেন, তিনি আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন। মোদিও ভাগবতকে স্মরণ করিয়ে দিতে পারেন, তিনি নিজেও ১১ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দিচ্ছেন। এক তীর, দুটি লক্ষ্য।”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর সবচেয়ে দীর্ঘ কূটনৈতিক সফর শেষ করে দেশে ফিরেছেন। পাঁচটি দেশ ঘুরে আসার পর দেশে ফিরে এই বিতর্কের মুখে পড়লেন তিনি। মোহন ভাগবতের এই বক্তব্য প্রসঙ্গে আরএসএসের তরফে যদিও স্পষ্ট করে কিছু জানানো হয়নি যে, তিনি ব্যক্তিগতভাবে কাকে উদ্দেশ করে বলেছেন।

রাজনৈতিক মহলের মতে, মোহন ভাগবতের এই মন্তব্য শুধুই সাধারণ পরামর্শ নয়। ৭৫ বছর বয়সে বিজেপির অন্দরেই অনেক নেতাকে ‘মার্জিন’-এ ঠেলে দেওয়ার নীতি এক সময় চালু ছিল। সেই প্রসঙ্গও নতুন করে ফিরে এসেছে।

তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য বিরোধী দলগুলিও বিষয়টিকে কটাক্ষ করে দেখছে। যদিও বিজেপি শিবিরে এখনও এই মন্তব্য নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।

আর পড়ুন: ৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version