Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেটদের দল থেকে কেন হঠাৎ বাদ আভা খাটুয়ার...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেটদের দল থেকে কেন হঠাৎ বাদ আভা খাটুয়ার নাম, মিলছে না কোনো সদুত্তর

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: কয়েক দিন আগে ৩০ জন অ্যাথলেটের নাম ঘোষণা করা হয়েছিল, যাঁরা এবার ভারতের তরফে প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে যোগদান করবেন। সেই তালিকায় নাম ছিল শট পাটে জাতীয় রেকর্ডের অধিকারী বাংলার আভা খাটুয়ার। আভা অবশ্য মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেন। কিন্তু ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স’-এর তরফ থেকে ভারতীয় দলের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আভা খাটুয়ার নাম নেই। কেন তাঁর নাম তালিকা থেকে বাদ পড়ল তার কোনো পরিষ্কার জবাব পাওয়া যাচ্ছে না।

আগে ঘোষিত তালিকামতো আভা বাকি অ্যাথলেটদের সঙ্গে ১১ জুলাই তুরস্কের স্পালাতে চলেও গিয়েছেন। অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলেটদলের বেস হল স্পালা। এখান থেকেই তাঁরা যাবেন প্যারিসে। কিন্তু পরের দিনই আভার নাম বাদ দিয়ে ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স’ ভারতীয় অ্যাথলেটদলের নামের তালিকা প্রকাশ করেছে।

বিশ্ব র‍্যাঙ্কিং-এর যে কোটা রয়েছে, সেই কোটার ভিত্তিতেই প্যারিস গেমসের জন্য নাম উঠেছিল আভার। কিন্তু ভারতের কেন্দ্রীয় স্পোর্টস মন্ত্রক প্যারিস গেমসের জন্য যে ১১৭ জন ক্রীড়াবিদের তালিকা অনুমোদন করেছেন, তাতে আভার নাম নেই।

ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন (এএফআই) আগে প্যারিসগামী দলের জন্য ৩০ জনের নাম ঘোষণা করেছিল। এখন সেই দলে রয়েছেন ২৯ জন।

আভার নাম কেন বাদ গেল? এর পিছনে কি কোনো আঘাতজনিত কারণ আছে বা ডোপিং-এর নিয়ম লঙ্ঘনের কারণ কিংবা অন্য কোনো ইস্যু? এই বিষয়ে কেউই উচ্চবাচ্য করছেন না। তাঁর সঙ্গেও মিডিয়ার তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যোগাযোগ করা যায়নি। এবং আভার অনুপস্থিতি নিয়ে কোনোরকম জবাব দেওয়ার ব্যাপারে পাঁচিল তুলে বসে আছেন আধিকারিকরা।

এএফআই বলেছে, তাঁর সঙ্গে কোনো ইস্যু আছে কি না সে সম্পর্কে তারা অবগত নয়। আর ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স’ কোনো মন্তব্য করতে চায়নি।

প্যারিস অলিম্পিক্সে যাওয়ার ব্যাপারে প্রথমে আভার নাম বিবেচিত হয়নি। তার পর এপ্রিলে ভুবনেশ্বরে আয়োজিত ফেডারেশন কাপের খেলায় ১৮.৪১ মিটার দূরে লোহার বল ছুড়ে আগেকার রেকর্ড ভেঙে সোনা জিতে নেওয়ার পর তাঁর নাম বিবেচনায় আসে।

প্যারিসে মেয়েদের শট পাট ইভেন্টে ৩২ জন যোগ দেবেন। এঁদের মধ্যে ১৫ জন এসেছেন ১৮.৮০ মিটারের সীমা ভেঙে। বাকি ১৭ জন এসেছেন বিশ্ব র‍্যাঙ্কিং-এর ভিত্তিতে।

প্যারিসগামী ভারতীয় দলে ১১৭ জন ক্রীড়াবিদ

আগে জানানো হয়েছিল, প্যারিসগামী ভারতীয় দলে ১১৩ জন ক্রীড়াবিদ রয়েছেন। এখন তা বেড়ে হয়েছে ১১৭ জন। ওই তালিকায় অ্যাথলেটিক্সে ৩০ জনের বদলে নাম রয়েছে ২৯ জনের। হকিতে ১৬ জনের বদলে ১৯ জনের নাম আছে। টেবিল টেনিসে ৬ জনের বদলে ৮ জনের নাম আছে।

হকি দলে আরও যে ৩ জন রয়েছেন তাঁরা হলেন নীলকান্ত সিং, যুগরাজ সিং এবং কৃষাণ পাঠক। আর টেবিল টেনিস দলে আরও যে ২ জনের জায়গা হয়েছে তাঁরা হলেন আহিকা মুখার্জি এবং জি সাথিয়ান।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারত কোন কোন খেলায় অংশ নিচ্ছে, কারা যাচ্ছেন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারতের কোন খেলা কবে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।