Homeখেলাধুলোযুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটির নয়া নীতি: ট্রান্সজেন্ডার নারীদের জন্য নিষিদ্ধ হল মহিলাদের ইভেন্ট

যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটির নয়া নীতি: ট্রান্সজেন্ডার নারীদের জন্য নিষিদ্ধ হল মহিলাদের ইভেন্ট

ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী নতুন নীতি চালু করল USOPC। ট্রান্সজেন্ডার নারীরা আর মহিলাদের বিভাগে অলিম্পিক বা প্যারালিম্পিকে অংশ নিতে পারবেন না।

প্রকাশিত

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় নীতি পরিবর্তনের অংশ হিসেবে, ট্রান্সজেন্ডার নারীদের মহিলাদের বিভাগে অলিম্পিক ও প্যারালিম্পিকে অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করল ইউনাইটেড স্টেটস অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক কমিটি (USOPC)। ২০২৫ সালের ২১ জুলাই থেকে এই নতুন নীতি কার্যকর হবে।

এই সিদ্ধান্ত এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ “Keeping Men Out of Women’s Sports” অনুযায়ী। সেই নির্দেশে বলা হয়েছে, মেয়েদের ক্রীড়াক্ষেত্রে কেবলমাত্র জৈবিকভাবে মহিলা হিসেবে জন্মানো খেলোয়াড়রাই অংশ নিতে পারবেন।

USOPC-এর নতুন “Athlete Safety Policy”-এর অধীনে সংযোজিত হয়েছে একটি পৃথক ধারা “Additional Requirements”, যেখানে উল্লেখ করা হয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশ (Executive Order 14201) এবং “Ted Stevens Olympic & Amateur Sports Act”-এর কথা।

USOPC প্রেসিডেন্ট জিন সাইকস এবং সিইও সারাহ হির্শল্যান্ড একটি যৌথ মেমোতে টিম USA-র খেলোয়াড়দের উদ্দেশ্যে লেখেন, “একটি ফেডারেলভাবে অনুমোদিত সংস্থা হিসেবে, ফেডারেল নির্দেশ মেনে চলা আমাদের দায়িত্ব।”

এই নির্দেশিকায় বলা হয়েছে, কোনো স্কুল বা প্রতিষ্ঠান যদি ট্রান্সজেন্ডার মেয়েদের মেয়েদের দলে খেলতে দেয়, তবে তারা ফেডারেল তহবিল হারাতে পারে। সেই সঙ্গে মেয়েদের জন্য পৃথক টিম ও লকার রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে, টাইটেল IX-এর অধীনে নারীদের অধিকার রক্ষার স্বার্থে।

USOPC এক বিবৃতিতে জানায়, “আমাদের নতুন নীতিতে নারীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখতে আহ্বান জানাচ্ছি।”

এই সিদ্ধান্ত এনসিএএ (NCAA)-এর সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের সঙ্গে মিল রেখে নেওয়া হয়েছে, যেখানে নারীদের বিভাগে শুধুমাত্র জন্মসূত্রে নারী অ্যাথলিটদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিকের আগে এই সিদ্ধান্ত মার্কিন ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।