অবশেষে দেশে ফিরলেন কুস্তিগির বিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের পর গেমস ভিলেজ থেকে বেরিয়ে প্যারিসেই ছিলেন তিনি। তবে শনিবার দিল্লি বিমানবন্দরে ফিরে এলেন বিনেশ, যেখানে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন অনুরাগী এবং সতীর্থরা।
বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের মতো প্রখ্যাত কুস্তিগিররাও উপস্থিত ছিলেন তাঁকে অভ্যর্থনা জানাতে। কিন্তু পদক না জিতেও এত ভালোবাসা ও সন্মান পেয়ে নিজের আবেগ সামলাতে পারেননি বিনেশ। তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়, এমনকি আনন্দে কোলে তুলে নেওয়া হয় তাঁকে। বিমানবন্দরে সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন তিনি অলিম্পিক্সের পদক নিয়ে ফিরেছেন।
প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি কুস্তি বিভাগে ফাইনালে উঠলেও, ওজনের সামান্যতম বেশি থাকার কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন বিনেশ। রুপোর দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করলেও, তাঁর পক্ষে কোনো সিদ্ধান্ত আসেনি। তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী গগন নারাংও বিনেশের সঙ্গে দেশে ফিরেছেন। তিনি বলেন, “বিনেশ গেমস ভিলেজে চ্যাম্পিয়ন হিসেবেই প্রবেশ করেছিলেন এবং সেই চ্যাম্পিয়ন মনোভাব নিয়ে ফিরে আসছেন। তাঁর পদকের প্রয়োজন নেই; তিনি আগামীর প্রজন্মের জন্য অনুপ্রেরণা।” বিনেশের এই সংগ্রাম এবং সাহস ভবিষ্যতের কুস্তিগিরদের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিনেশের হরিয়ানার বাড়িতেও তাঁর জন্য প্রস্তুত রয়েছে বিশেষ অভ্যর্থনা।
#WATCH | Wrestler Sakshee Malikkh says, "Today is a big day. What Vinesh has done for the country and women is amazing. I hope she continues to receive this honour… She is a Champion for us." pic.twitter.com/A8ZI6fVvCm
— ANI (@ANI) August 17, 2024