Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্স ২০২৪: কুস্তিতে রৌপ্যপদক নিশ্চিত করলেন বিনেশ ফোগত, হকিতে ভারত ব্রোঞ্জের...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: কুস্তিতে রৌপ্যপদক নিশ্চিত করলেন বিনেশ ফোগত, হকিতে ভারত ব্রোঞ্জের জন্য লড়বে স্পেনের বিরুদ্ধে

0

খবরঅনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের একাদশতম দিন ভারতের কাছে বড়ো সুখবর নিয়ে এল। সোনা না হোক, অন্ততপক্ষে রৌপ্যপদক নিশ্চিত করলেন বিনেশ ফোগত। মেয়েদের ৫০ কেজি বিভাগে কিউবার ইউসনেইলিস গুজমানকে হেলায় হারালেন বিনেশ। ফল বিনেশের পক্ষে ৫-০। এই প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগির অলিম্পিকে ফাইনালে উঠলেন। ফাইনালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সারা হাইল্ডব্র্যান্ডটের মুখোমুখি হবেন।

ইতিমধ্যে জ্যাভেলিন থ্রো টোকিও অলিম্পিক্সের ফলের পুনরাবৃত্তি করার আশা জাগিয়েছেন নীরজ চোপরা। তিনি ৮৯.৩৪ মিটার দূরে বর্শা ছুড়ে ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

তবে পুরুষদের হকিতে এখন ভারতকে লড়তে হবে ব্রোঞ্জের জন্য। মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির কাছে ভারতীয় দল ২-৩ গোলে হেরে গেল। ব্রোঞ্জপদকের জন্য তারা লড়বে স্পেনের বিরুদ্ধে।

সারা দিন ধরে বিনেশ এগিয়েই গেলেন

মেয়েদের কুস্তির ৫০ কেজি বিভাগে আজ তিন রাউন্ডের খেলা হল। আর ৩টি খেলাতে জিতেই প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গেলেন বিনেশ ফোগত। প্রি-কোয়ার্টার ফাইনালে ঘটালেন অঘটন। হারালেন বিশ্বের ১নং বাছাই টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জাপানের ইউয়ি সুসাকিকে। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত চার বারের বিশ্বচ্যাম্পিয়ন সুসাকিকে ৩-২ স্কোরে হারালেন বিনেশ।

কোয়ার্টার ফাইনালে বিনেশ মুখোমুখি হলেন ইউক্রেনের ওকসানা লিভাচের এবং তাঁকে হারালেন ৭-৫ স্কোরে। এর পর সেমিফাইনাল। কিউবার ইউসনেইলিস গুজমান সেমিফাইনালে বিনেশের কাছে ৫-০ স্কোরে হেরে বিদায় নিলেন। বিনেশ পৌঁছে গেলেন ফাইনালে। সকলেরই আশা, যেভাবে লড়াই করছেন বিনেশ, তাতে মনে হচ্ছে তিনি সোনাই জিতবেন। না হলে রুপো তো আছেই।

অলিম্পিক্সের আসরে বিনেশের প্রথম আবির্ভাব ২০১৬-য়, রিও অলিম্পিক্সে। সেবার হাঁটুর আঘাত নিয়ে তিনি লড়ে যান। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে বিদায় নেন। এর পর ২০২০ (২০২১) টোকিও অলিম্পিক্সে মেয়েদের ৫৩ কেজি বিভাগে যোগ দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছোন। এবার তিনি তাঁর ইচ্ছাপূরণের পথে।

২০২৩-এর জানুয়ারি এবং এপ্রিলে ভারতের কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন বিনেশ। তাঁদের অভিযোগ ছিল, মহিলা খেলোয়াড়দের বছরের পর বছর ধরে যৌন নির্যাতন করে চলেছেন ব্রিজ ভূষণ। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে অভিযোগ দায়ের করেন। জানা যায়, এই ঘটনার পর মানসিকভাবে বিনেশকে হয়রানি করা হয়েছিল, তাঁর ওপর অত্যাচার করা হয়েছিল এবং তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ২০২৩-এর ডিসেম্বরে ডব্লিউএফআই ভেঙে দেয়। এবং বিনেশও মানসিকভাবে চাপমুক্ত হন।

এবার ব্রোঞ্জের জন্য লড়বে ভারত

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় হকিদলের পারফরমেন্স বেশ ভালোই চলছিল। পদক জয়ের আশা জাগিয়েই এবার তারা তাদের অভিযান শুরু করেছিল। কিন্তু সেমিফাইনালে এসে হোঁচট খেল হরমনপ্রীতের দল। হেরে গেল ২-৩ গোলে। এবার তাদের ব্রোঞ্জপদকের লড়তে হবে স্পেনের বিরুদ্ধে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে ৭ মিনিটের মধ্যে হরমনপ্রীতের এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের ২৩ ও ২৭ মিনিটে গোল করে ২-১ স্কোরে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি কর্নার থেকে গোল করেন গোনজালো পাইলাত এবং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন খ্রিস্টোফার রুয়ের। বিরতিতে জার্মানি ২-১ গোলে এগিয়ে থাকে,

বিরতির পর দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। ভারত আপ্রাণ চেষ্টা করতে থাকে সমতা ফেরানোর জন্য। তার ফলও পেয়ে যায় তারা ম্যাচের ৩৬ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে গোল করেন সুখজিৎ সিং। ফল দাঁড়ায় ২-২।

দু’ পক্ষ সমানে লড়তে থাকে এগিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে ভারতের গোলকিপার শ্রীজেশ দুর্দান্ত সেভও করেন। কিন্তু ভাগ্য খারাপ ভারতের। ম্যাচ শেষ হওয়ার মিনিটতিনেক আগে জয়সূচক গোলটি করে জার্মানি। হাতে ছিল ২০০ সেকেন্ড সময়। তার মধ্যে বিশেষ কিছু করতে পারেনি ভারত। ৩-২ গোলে জার্মানি জিতে চলে গেল ফাইনালে।

ব্রোঞ্জ পদকের অন্য ভারত লড়বে স্পেনের বিরুদ্ধে। মঙ্গলবার পুরুষদের হকির অন্য সেমিফাইনালের খেলায় নেদারল্যান্ডস ৪-০ গোলে হারায় স্পেনকে।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: বড়ো অঘটন ঘটিয়ে এবং ইতিহাস সৃষ্টি করে কুস্তিতে সেমিফাইনালে বিনেশ ফোগত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version