Homeপ্রযুক্তিযেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট,...

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

প্রকাশিত

বায়োমেট্রিক তথ্য সম্মিলিত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড। এতদিন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ করতে হলে, কিংবা বয়সের প্রমাণপত্র বা ঠিকানা বদল হলে নতুন ঠিকানার প্রমাণপত্র দাখিল করতে হলে এতদিন আধার সেবা কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে এসব গুরুত্বপূর্ণ কাজ করতে হত।

এবার সরাসরি ঘরে বসে স্বচ্ছন্দে নয়া ই-আধার মোবাইল অ্যাপের সাহায্যে এসব কাজকর্ম দ্রুত ও সহজে করা যাবে। অন্যদিকে, আধার কার্ডের ব্যক্তিগত বায়োমেট্রিক তথ্যকে আরও সুরক্ষিত রাখতে এবার নয়া ব্যবস্থা নিল UIDAI কর্তৃপক্ষ। তথ্য সুরক্ষিত রাখতে আধার ডেটা ভল্ট অ্যাপ (Aadhaar Data Vault) চালু হল দেশে।
আধার কার্ডের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে আধার কার্ডের জালিয়াতির ঘটনাও। UIDAI আধার ডেটা ভল্ট নামে একটি নতুন ফিচার চালু করেছে। আধার ডেটা ভল্টের প্রাথমিক উদ্দেশ্য হল আধার নম্বর এবং সংশ্লিষ্ট ডেটার পদচিহ্ন (footsteps) সুরক্ষিত করা। এই ডেটা এনক্রিপ্ট করা হবে।

এই আধার ডেটা ভল্ট আধার কার্ডে থাকা সব তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। আধার ডেটা ভল্ট হল আধার ডেটার জন্য একটি পৃথক, সুরক্ষিত ডাটাবেস। এটি আধার নম্বর এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য, যেমন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, ছবি, মোবাইল নম্বর এবং ইমেল আইডি, এনক্রিপ্ট করে সংরক্ষণ করে। এই ভল্টটি একটি হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল (HSM) এর ওপর ভিত্তি করে তৈরি।

এদিকে, ই-আধার নামে খুব শিগগিরই কেন্দ্রীয় সরকার নয়া অ্যাপ চালু করতে চলেছে। নয়া অ্যাপে থাকবে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট আইডেন্টিফিকেশন সিস্টেম। এর মাধ্যমে যে কোনো ভারতীয় নাগরিক তার আধার কার্ডের আপডেট স্মার্টফোনের সাহায্যেই করতে পারবে। চলতি নভেম্বর মাসেই নয়া মোবাইল অ্যাপ চালু হওয়ার কথা। এআই প্রযুক্তি ও ফেস আইডির সাহায্যে স্মার্টফোনে থাকে ই-আধার মোবাইল অ্যাপের সাহায্যে বয়সের প্রমাণপত্র দাখিল, ঠিকানার প্রমাণপত্র দাখিল ও মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযোগ স্থাপন করা যাবে। তবে আঙুলের ছাপ বা চোখের মণির ছাপ স্ক্যান করতে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ সুন্দরবনে বন্ধ থাকছে জলপথে পর্যটন। বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ।

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

আরও পড়ুন

বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ এআই মডেল তৈরি করলেন ভারতের স্পর্শ আগরওয়াল! আইআইটি পড়ুয়ার উদ্ভাবনে চমক প্রযুক্তি মহলে

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের এক তরুণ উদ্ভাবক। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

চোখের নিমেষে রেঁধে ফেলবে শতাধিক পদ! হাজির এআই রোবট রাঁধুনি ‘নালা শেফ’

দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়ায় উন্মোচিত হল ‘নালা শেফ’— এক সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই রোবট শেফ। নালা রোবোটিকস সংস্থার তৈরি এই মাল্টিকুইজিন রোবট মুহূর্তে শতাধিক পদ রেঁধে দিতে পারে, স্বাদও থাকে একদম নিখুঁত।