Homeপ্রযুক্তিএআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

প্রকাশিত

চিকিৎসা বিজ্ঞানে আবারও নতুন দিগন্তের সূচনা করল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। বেঙ্গালুরুতে এক ৭১ বছর বয়সি ফুসফুস রোগীর প্রাণ রক্ষা করলেন চিকিৎসকরা — আর এই সাফল্যের মূল অস্ত্র এআই প্রযুক্তি

সম্প্রতি শহরের এক বেসরকারি হাসপাতালে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার করা হয় এআই-নির্ভর ইমেজিং সিস্টেমের সাহায্যে। মাত্র ৩০ মিনিটে সম্পন্ন হয় পুরো অস্ত্রোপচার, এবং রোগীর শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 এআই কীভাবে বাঁচাল প্রাণ?

রোগীর বয়স ৭১ বছর। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন শ্বাসকষ্ট ও ফুসফুসজনিত জটিলতায়। চিকিৎসকরা সিটি স্ক্যানের মাধ্যমে দেখেন, তাঁর ডান দিকের ফুসফুসের উপরের অংশে ১.২ সেন্টিমিটার ক্ষতচিহ্ন রয়েছে।
ক্যানসারের আশঙ্কা থাকায় প্রয়োজন ছিল বায়োপসি পরীক্ষা

কিন্তু সমস্যা ছিল — রোগীর হৃদযন্ত্র দুর্বল এবং অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় চিকিৎসকরা ব্যবহার করেন এক AI-নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং প্রযুক্তি, যার মাধ্যমে রোগীর ফুসফুসের একদম নির্ভুল রিয়েল টাইম মানচিত্র তৈরি হয়।

এই মানচিত্রের সাহায্যে চিকিৎসকরা নির্দিষ্ট স্থানে পৌঁছে নিরাপদে বায়োপসি সম্পন্ন করেন, কোনও জটিলতা ছাড়াই।

অস্ত্রোপচারের সফলতা চিকিৎসা বিজ্ঞানের মাইলফলক

চিকিৎসকদের দাবি, এআই প্রযুক্তি ব্যবহারের ফলে এই অস্ত্রোপচারের নির্ভুলতা ও নিরাপত্তা বহু গুণ বেড়েছে। রোগীর শরীরে অতিরিক্ত ক্ষতি না করেই জটিল স্থানে পৌঁছনো সম্ভব হয়েছে।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, “এআই-নির্ভর থ্রি-ডি নেভিগেশন সিস্টেম চিকিৎসকদের জন্য এক গেমচেঞ্জার। এটি ফুসফুসের অভ্যন্তরে এমন জায়গায় পৌঁছনোর সুযোগ দেয়, যা প্রচলিত পদ্ধতিতে প্রায় অসম্ভব।”

অস্ত্রোপচারের পর রোগী স্থিতিশীল, এবং চিকিৎসকেরা জানিয়েছেন তিনি দ্রুত সেরে উঠছেন।

স্বাস্থ্য প্রযুক্তিতে এআইয়ের নতুন দিগন্ত

বিশেষজ্ঞদের মতে, এটি ভারতে এআই ব্যবহার করে ফুসফুস বায়োপসির অন্যতম সফল উদাহরণ। এই প্রযুক্তি ভবিষ্যতে ক্যানসার ও জটিল ফুসফুস রোগ নির্ণয়ে বিপ্লব আনবে বলেও মনে করা হচ্ছে।

বর্তমানে এআই চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে—

  • ইমেজ বিশ্লেষণ ও রোগ নির্ণয়ে
  • সার্জারি নেভিগেশনে
  • ওষুধের সঠিক মাত্রা নির্ধারণে
  • রোগীর তথ্য বিশ্লেষণ ও ঝুঁকি পূর্বাভাসে

আরও পড়ুন: যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

আরও পড়ুন

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।

বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ এআই মডেল তৈরি করলেন ভারতের স্পর্শ আগরওয়াল! আইআইটি পড়ুয়ার উদ্ভাবনে চমক প্রযুক্তি মহলে

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের এক তরুণ উদ্ভাবক। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।