কারোর স্ট্রোক, ডায়াবেটিসের লক্ষণ রয়েছে কিনা এবার জানা যাবে জিভের রঙ দেখেই। এমনকি, করোনায় আক্রান্ত কিনা তাও জানা যাবে জিভের রঙ দেখে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই মডেলই জিভের রঙ দেখে বলে দেবে কোনো ব্যক্তি ডায়াবেটিস বা করোনায় আক্রান্ত কিনা বা তাঁর স্ট্রোক হওয়ার আশঙ্কা কতটা আছে।
বাগদাদের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটি ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার একদল গবেষক এই এআই মডেল তৈরি করেছেন। গবেষকদের দাবি, নয়া এআই মডেলের মাধ্যমে ডায়াবেটিস, স্ট্রোক, অ্যানেমিয়া,অ্যাজমা, লিভার ও গলব্লাডারের অসুখ, করোনা সহ নানান রকমের অসুখ জিভের রঙ দেখে চিহ্নিত করা সম্ভব।
বাগদাদের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার অধ্যাপক আলি আল-নাজি জানান, ‘জিভের রঙ দেখে কম্পিউটার অ্যালগোরিদম বলে দেবে রোগের ধরণ। ডায়াবেটিস রোগীর জিভের রঙ হলুদ হয়। ক্যানসার রোগীদের জিভের রঙ বেগুনি আর থকথকে লালা হয়। স্ট্রোক রোগীর জিভের রঙ টকটকে লাল হয়ে থাকে। জিভের রঙ, লালার শেড, জিভের আকার, মুখের আর্দ্রতা, দাঁতের স্বাস্থ্য ও জিভে কোনো দাগ আছে কিনা তা দেখবে এআই মডেল। স্বাস্থ্যকর জিভের রঙ গোলাপি রঙের হয়। ওপরে সাদা রঙের স্তর থাকে।’