অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই বিএসএনএলের নতুন লাইভ টিভি অ্যাপ বাজারে এসে গেছে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।
সিঙ্গেল কাস্টমার প্রেমিসেস ইকুইপমেন্ট মারফত বিএসএনএল লাইভ টিভি অ্যাপের মাধ্যমে বিনোদনের অভিজ্ঞতা, কেবল টিভি, ইন্টিগ্রেটিং ইন্টারনেট ও ল্যান্ডলাইন টেলিফোন পরিষেবা মিলবে বলে দাবি বিএসএনএল কর্তৃপক্ষের। WeConnect নয়া অ্যাপ তৈরি করেছে।
চলতি বছরই ফাইবারভিত্তিক ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) পরিষেবা চালু করেছে বিএসএনএল। মাত্র ১৩০ টাকা মাসিক খরচে সেটটপ বক্সের মাধ্যমে এই পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। নয়া মোবাইল অ্যাপের মাধ্যমে এবার অ্যান্ড্রয়েড গ্রাহকরা সরাসরি লাইভ টিভির পরিষেবা পাবেন।