এক অভিনব স্মার্ট মাস্ক আবিষ্কার করেছেন ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী। তাঁরা কাটিং এজ পেপার মাস্ক তৈরি করেছেন। মাস্কে থাকা রাসায়নিকের সাহায্যে রিয়েল টাইম মনিটরিং করা যাবে নিঃশ্বাসের। আর সেই নিঃশ্বাসের মাধ্যমেই শরীরে হাঁপানি, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ, কিডনির অসুখের মতো রোগের অস্তিত্ব বোঝা যাবে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ওয়াই গাও জানান, হাঁপানি, শ্বাসকষ্টের সমস্যায় নিয়মিত নিঃশ্বাসের দিকে নজর রাখা জরুরি। কিন্তু এটা করার জন্য রোগীর ক্লিনিকে যাওয়া জরুরি। নমুনা সংগ্রহের পর ল্যাবরেটরিতে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হয়।
ওয়াই গাও আর তাঁর দল এমন একটা টুল তৈরি করেছেন যার মাধ্যমে রিমোট পার্সোনালাইজড স্বাস্থ্যের দিকে নজর রাখা সম্ভব। এই পদ্ধতিতে বাড়িতে বা অফিসে বসেই নিজের সময় অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব। স্মার্ট মাস্কের প্রোটোটাইপের নাম ‘ইবিকেয়ার’ (EBCare)। অত্যন্ত কম দাম এই বিশেষ রকমের মাস্কের।
কেমিক্যাল অ্যানালিসিসের জন্য বিজ্ঞানীরা মাস্কের ভেতরে থাকা নিঃশ্বাসকে লিকুইড স্টেটে পরিণত করেন। মাস্কের ভেতরে প্যাসিভ কুলিং সিস্টেম তৈরি করেছেন বিজ্ঞানীরা। তাঁরা হাইড্রোজেল এভাপরেটিভ কুলিং অ্যান্ড রেডিয়েটিভ কুলিং সিস্টেম তৈরি করেছেন। তারবিহীন পদ্ধতিতে মাস্কের ভেতরে হওয়া অ্যানালিসিসের তথ্য ফোন, ট্যাবলেট, কম্পিউটারে পৌঁছে যায়। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সায়েন্স (Science) জার্নালে।
আরও পড়ুন