অভিনব স্মার্ট প্রযুক্তি তৈরি করে তাক লাগিয়ে দিল চিন। এটিএম যন্ত্রের সাহায্যে আমরা নগদ অর্থ তুলি। এবার চিন ‘গোল্ড রিসাইক্লিং এটিএম’ তৈরি করেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই এটিএম যন্ত্রের সাহায্যে ক্রেতারা তাঁদের সোনার গয়নার বিনিময়ে সঙ্গে সঙ্গে নগদ অর্থ পেয়ে যাবেন। কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে যাবে।
চিনের সাংহাই শহরে গ্লোবাল হারবার শপিং মলে বসানো হয়েছে গোল্ড এটিএম। কিংহুড গ্রুপ নামক সংস্থা তৈরি করেছে অভিনব স্মার্ট প্রযুক্তি নির্ভর গোল্ড রিসাইক্লিং এটিএম। কম সময়ের মধ্যে ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
স্মার্ট এটিএম সোনার গয়না বা বার স্ক্যান করে, ওজন মেপে, গলিয়ে ও নানান রকম পরীক্ষা করে সোনার মান যাচাই করবে। গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সমপরিমাণ অর্থ সরাসরি ক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। নিরাপত্তার খাতিরে এই গোল্ড এটিএমে জমা দেওয়া যাবে ৩ গ্রামের ওজনের আর ৫০% এর বেশি খাঁটি এমন সোনাই। এক্স হ্যান্ডেলে গোল্ড এটিএমের ভিডিওর লক্ষাধিক ভিউজ হয়েছে। ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও গোল্ড এটিএমের ভিডিও শেয়ার করেছেন।
Gold ATM in Shanghai: Drop your jewellery, it checks purity, melts it, calculates value, and credits your account instantly.
— Harsh Goenka (@hvgoenka) April 21, 2025
If this comes to India, traditional gold lenders might need a new business model.
Transparency in. Exploitation out. pic.twitter.com/KgjI7nxCP9