ফরাসি সংস্থা Robeauté নজির গড়তে চলেছে। ফরাসি এই স্টার্ট আপ সংস্থা ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নিউরোসার্জিক্যাল মাইক্রো রোবট তৈরি করতে চলেছে। মস্তিষ্কের অনেক জায়গায় অস্ত্রোপচার করা কঠিন হয়। সে সব জায়গায় চালের দানার সাইজের মাইক্রো রোবট ডায়াগনোসিস করতে পারে।
২০২৬ সালে মাইক্রো রোবটের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। ব্রেন টিউমারের মাইক্রো বায়োপ্সির কাজে লাগানো হবে। নয়া প্রযুক্তির সাহায্যে খুব কম জায়গায় ছিদ্র করে মস্তিষ্কের ভেতরে ঢুকে চারিদিকে ঘুরে বেরাবে। এতে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা নিখুঁত ভাবে করতে পারবেন।
মিনিমাল ইনভেসিভ নিউরো সার্জারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির মাইক্রো রোবট তৈরি করছে ফরাসি সংস্থা Robeauté। মস্তিষ্কের মোটর ও কগনিটিভ ফাংশনের জন্য দায়ী যে সব জায়গা সেখানে টিউমারের অস্ত্রোপচার করা সম্ভব হয় না। খুলিতে মিলিমিটার আয়তনের ছিদ্র করে মস্তিষ্কের ভেতরে ঢোকানো হয় মাইক্রো রোবট।
মস্তিষ্কের ভেতরে ভাস্কুলার নেটওয়ার্ক ও এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স জায়গায় বাঁকানো রুট ধরে চলবে। একদম মাথায় থাকবে সিলিকন রিং। ইমেজ ও আলট্রা সাউন্ড সেন্সরের মাধ্যমে রিয়েল টাইম নেভিগেশন মনিটরিং করবে বিজ্ঞানীরা। মিনিটপিছু ৩ মিলিমিটার নিয়ন্ত্রিত গতিতে এগোবে মাইক্রো রোবট। কোষের ক্ষতি না করে মস্তিষ্কের টিস্যু আলাদা করবে সিলিকন রিং।
পড়ুন: আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই