ফোন, কম্পিউটার, ল্যাপটপ কিংবা আইপ্যাড, এতদিন নতুন ডিভাইসে জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে এসএমএস নির্ভর টু-ফ্যাক্টর ভেরিফিকেশন করতে হত । এবার এই ব্যবস্থা বন্ধ হতে চলেছে। নতুন বৈদ্যুতিক গ্যাজেটে লগইন করা যাবে QR কোড স্ক্যান করেই ৷ অর্থাৎ এবার থেকে আর লগ-ইনের জন্য এসএমএসের মাধ্যমে যাচাই করার প্রয়োজন হবে না ব্যবহারকারীদের ৷ খুব শিগগিরই এই লগ ইন ব্যবস্থা চালু করতে চলেছে টেক জায়েন্ট গুগল ৷
গুগলের সাইবার বিশেষজ্ঞদের মতে, এসএমএস কোডগুলি-র সাহায্যে সহজেই জালিয়াতি করা যায় ৷ সাইবার অপরাধীরা জালিয়াতির মাধ্যমে এসএমএস কোড সংগ্রহ করতে পারে ৷ অথবা সিম সোয়াপিংয়ের মাধ্যমে ফোন নম্বর চুরি করে। জিমেইল অ্যাকাউন্টের সুরক্ষার কথা ভেবেই গুগল এসএমএস-এর যাচাইকরণ ব্যবস্থা বন্ধ করতে চলেছে। কিউআর কোডের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার পদ্ধতিটি বেশি নিরাপদ। এতে জালিয়াতির ঝুঁকি কমে যাবে। কারণ এটি প্রতিবার স্ক্যান করার প্রয়োজন হয়। জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেই এই পদ্ধতি ৷ এই নতুন পদ্ধতি আগের থেকে অনেকটাই নিরাপদ। গুগল তার ব্যবহারকারীদের জিমেইল অ্যাকাউন্টগুলিকে আরও সুরক্ষিত রাখতেই মাল্টিপল ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এর পদ্ধতি চালু করছিল।
কীভাবে কিউআর কোড স্ক্যান করা যাবে
জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার সময় প্রথমে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। এরপরই বৈদ্যুতিক গ্যাজেটের স্ক্রিনে একটি QR কোড আসবে। সেটি গ্যাজেটে থাকা ক্যামেরা দিয়ে স্ক্যান করলেই অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে ৷ এটি Gmail-এ ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করবে এবং Google বুঝতে পারবে Gmail অ্যাকাউন্টের লগ-ইন ওই ব্যক্তির সম্মতিতেই করা হয়েছে ।