Home প্রযুক্তি জিমেল আগস্টে বন্ধ হয়ে যাচ্ছে? কী বলছে গুগল

জিমেল আগস্টে বন্ধ হয়ে যাচ্ছে? কী বলছে গুগল

0

সোশ্যাল মিডিয়ায় হইচই! আগামী আগস্ট মাস থেকে না কি বন্ধ হয়ে যাচ্ছে গুগলের (Google) জনপ্রিয় পরিষেবা জিমেল (Gmail)। এ ব্যাপারেই বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে গুগল।

গুগল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই জনপ্রিয় ই-মেল পরিষেবা কোনো ভাবেই ব্যাহত হচ্ছে না। জিমেল বন্ধ করার যে খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, তা আদতে গুজব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গুজব ছড়িয়েছিল, এই বছরের শেষের দিকে পরিষেবাটি বন্ধ হয়ে যাচ্ছে।

কয়েক দিন ধরে গুগল থেকে জিমেল ব্যবহারকারীদের কাছে পাঠানো একটি ই-মেলের একটি ভুয়ো স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। যেখানে বলা হয়েছে, এই বছরের ১ আগস্টে জিমেল পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। তার পর থেকে না কি “ইমেল পাঠানো, গ্রহণ এবং সংরক্ষণ করা যাবে না”।

স্ক্রিনশটটি এক্স (আগের টুইটার) এবং টিকটক-এর মাধ্যমে হাজার হাজার বার শেয়ার করা হয়েছে। এ ধরনের স্ক্রিনশট নজরে আসা মাত্রই চিন্তিত হতে দেখা যায় কোটি কোটি জিমেল ব্যবহারকারীকে। কারণ, ডিজিটাল যুগে ই-মেল, বিশেষ করে জিমেলের ব্যবহার করতে না পারলে সমস্য়ায় পড়তে হবে। তবে, গুগল বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পর উদ্বেগের নিরসন ঘটেছে।

গুগল জানিয়েছে, জিমেইল এসেছে থাকার জন্যই। অর্থাৎ জিমেল বন্ধ হওয়া নিয়ে যে জল্পনা-কল্পনা রটেছে তা ভিত্তিহীন। জিমেল পরিষেবা বন্ধ করার বিন্দুমাত্র পরিকল্পনা নেই এমনটাই জানিয়েছে মার্কিন কোম্পানি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version