Homeপ্রযুক্তিঅ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই...

অ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই সঙ্গে সঙ্গে লক

প্রকাশিত

স্মার্টফোন চুরি রুখতে টেক জায়েন্ট গুগল আইফোনের মতো অ্যান্ড্রয়েড ডিভাইসে থেফট ডিটেকশন লক (Theft Detection Lock), অফলাইন ডিভাইস লক (Offline Device Lock) এবং রিমোট লকের (Remote Lock) মতো তিনটি নতুন ফিচার নিয়ে এল। যেগুলির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজের ডিভাইসের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে পারবেন। আপাতত আমেরিকায় চালু হয়েচে, আশা করা হচ্ছে খুব শিগগিরই গোটা বিশ্বে এই ফিচারগুলি চালু করা হবে।

Google-এর এই নতুন সিকিউরিটি টুল গুলির মধ্যে অন্যতম একটি ফিচার হল থেফট ডিটেকশন লক (Theft Detection Lock)। কারণ যদি কখনো কোনো মানুষের হাত থেকে স্মার্টফোন চুরি যায়, তাহলে এই ফিচারটি তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যাবে। যার ফলে চোর কোনো মতেই ফোন ব্যবহার করতে পারবে না। এই সিস্টেমটি একটি মেশিন লার্নিং মডেলের মাধ্যমে কাজ করে, যা ফোনটি কিভাবে পরিচালনা করা হচ্ছে তা নিরীক্ষণ করে।

চোর কোনো ব্যক্তির হাত থেকে ফোনটি ছিনিয়ে নিলে, ফোন তা দ্রুত অনুভব করে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। আর একবার লক হয়ে গেলে চোর কোনো ভাবেই ডিভাইসে স্থিত অ্যাপ্লিকেশন, ডেটা বা ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারে না। এছাড়াও, কেও যদি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফোন চুরি করে থাকে, তাহলেও তাদের উদ্দেশ্য সফল হয় না। ফলে চোরদের পক্ষে ফোন চালানো কঠিন হয়ে পড়ে।

অফলাইন ডিভাইস লক ফিচারটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়, তাই ব্যবহারকারীদের ম্যানুয়ালি এটিকে চালু করার কোনো দরকার নেই। আর এটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, ডিভাইস চুরি হওয়ার পর যদি এটি চোরের কাছে থাকে, তবুও তারা এটি ব্যবহার করতে পারবে না। এছাড়া, যেহেতু এটি কোনো ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করে না, তাই এই ফিচারটি অফলাইনেও কাজ করতে সক্ষম।

তবে অফলাইন ডিভাইস লক ফিচারের সব থেকে ভালো বিষয় হচ্ছে যে, যদি কোনো চোর ফোনটিকে দীর্ঘ সময় ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, তাহলে ফোন নিজেই স্ক্রিনটি লক করে দেয়।

এছাড়া ফোন চুরি ঠেকাতে রিমোট লকের মতো ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ফোন নম্বর ব্যবহার করে দূরে থাকা ফোনটিকে লক করার সুযোগ পাবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।