Home প্রযুক্তি Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

0

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম ‘গুগল মিট’-এ এবার ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা মিলবে। অনেক সময় বৈঠক চলাকালীন গুরুত্বপূর্ণ কথা শুনতে না পেলে আতান্তরে পড়তে হয়। এবার থেকে সেই সমস্যা দূর হবে। বৈঠকের সময় কেউ কোনো কথা শুনতে না পেলে লেখা পড়ে বুঝে যেতে পারবেন বা অন্যমনস্ক হয়ে পড়লে বৈঠক শেষে রেকর্ডিং দেখে নিতে পারবেন।

এই দুটি ফিচার ছাড়াও ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা ‘গুগল মিট’ অ্যাপ ব্যবহার করার সময় ‘গুগল জেমিনি এআই’-এর (Google Gemini AI) সুবিধা পাবেন। ফলে ব্যবহারকারীরা বৈঠকের মূল নির্যাস পেয়ে যাবেন। অর্থাৎ একটি দীর্ঘ বৈঠকে আলোচিত মূল বিষয়গুলি জেমিনি এআই ছোটো করে ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে।

নতুন আপডেটের পর গুগল মিট ব্যবহারকারীরা সমস্ত বৈঠকের ট্রান্সক্রিপশনের সুবিধা উপভোগ করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা পুরো বৈঠকের একটি লিখিত নোট পেয়ে যাবেন। অনেক সময় আমরা বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হাতে লিখে রাখার চেষ্টা করি। কিন্তু লিখতে সময় লাগায় অনেক সময় অনেক কিছু বাদ পড়ে যায়। অটোমেটিক ট্রান্সক্রিপশনের সাহায্যে এই সমস্যা দূর হয়ে যাবে।

নতুন আপডেটের পর গুগল মিট অ্যাপে রেকর্ডিং ফিচারও জুড়ে যাবে। আর এটি ডিফল্ট ফিচার হবে অর্থাৎ আলাদা করে রেকর্ডিং চালু করতে হবে না। ফলে কোনো বৈঠকের ভিডিও ও অডিও রেকর্ড আপনাআপনি আমাদের কাছে থেকে যাবে। তবে বৈঠকে অংশগ্রহণকারীরা চাইলে গুগল মিটের ট্রান্সক্রিপশন বা রেকর্ডিং ফিচার বন্ধ রাখতে পারবেন। এ ছাড়া আপডেট করলে ‘গুগল মিট’ ব্যবহারকারীরা আরও বেশি করে প্রাইভেসি কন্ট্রোল ও ডিভাইস সুইচ করার সুবিধা পাবেন। একটি ফোন থেকে অন্য ফোনে যাওয়ার সময় আর প্রথম ফোন থেকে কল কেটে নতুন ফোনে গিয়ে রিজয়েন করতে হবে না। বরং এখন ‘সুইচ হিয়ার’ (Switch Here) বাটন পাওয়া যাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version