বর্তমান ডিজিটাল যুগে ইউপিআই (UPI) আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। শপিং বা রেস্তোরাঁয় বিল মেটানো—সবেতেই আমরা ক্যাশলেস লেনদেনের উপর নির্ভরশীল। তবে এই লেনদেন সাধারণত ইন্টারনেটের উপর নির্ভরশীল। ইন্টারনেট না থাকলে পেমেন্টে সমস্যা হতে পারে। কিন্তু এখন, ইন্টারনেট ছাড়াই ইউপিআই পেমেন্ট করার সুবিধা এনেছে নিয়ন্ত্রক সংস্থা এনপিসিআই (NPCI)।
ইন্টারনেট ছাড়াই ইউপিআই ব্যবহার করার উপায়:
একটি নতুন পরিষেবা চালু করেছে এনপিসিআই। এতে *99# USSD কোডের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই ইউপিআই পেমেন্ট করার সুযোগ পাওয়া যায়। এই পরিষেবা ব্যবহার করে টাকা পাঠানো, ব্যালেন্স দেখা, বা ইউপিআই পিন (PIN) সেট অথবা পরিবর্তন করা যায়।
ইউএসএসডি কোড দিয়ে পেমেন্ট করার ধাপসমূহ:
১. আপনার ব্যাংকের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে *99# ডায়াল করুন।
২. স্ক্রিনে দেখানো ভাষা নির্বাচন করুন।
৩. যে পরিষেবা চাইছেন (যেমন টাকা পাঠানো, ব্যালেন্স দেখা), সেই অপশনটি বেছে নিন।
৪. টাকা পাঠানোর জন্য ‘1’ লিখে Send করুন।
৫. টাকা পাঠানোর পদ্ধতি বেছে নিন (যেমন মোবাইল নম্বর, ইউপিআই আইডি বা সেভ করা কনট্যাক্ট)।
৬. যদি মোবাইল নম্বর দিয়ে পাঠাতে চান, প্রাপকের মোবাইল নম্বর লিখে Send করুন।
৭. পেমেন্টের পরিমাণ লিখে Send করুন।
৮. প্রয়োজনে একটি মন্তব্য যোগ করুন।
৯. আপনার ইউপিআই পিন লিখে লেনদেন সম্পূর্ণ করুন।
এভাবেই, ইন্টারনেট ছাড়াই আপনি সহজেই ইউপিআই পেমেন্ট করতে পারেন।