কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের এক তরুণ উদ্ভাবক। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র স্পর্শ আগরওয়াল তৈরি করেছেন বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ ফাউন্ডেশনাল এআই মডেল — ‘লুনা এআই’ (Luna AI)।
২৫ বছর বয়সি এই প্রতিভাবান যুবকের উদ্ভাবনে প্রযুক্তি জগতে শুরু হয়েছে তুমুল আলোচনা।
‘লুনা এআই’ কীভাবে কাজ করে?
স্পর্শ আগরওয়ালের তৈরি এই অভিনব এআই মডেল মানুষের কণ্ঠস্বরের মতোই প্রাকৃতিকভাবে কথা বলতে পারে, এমনকি গান গাওয়া, মৃদু স্বরে প্রতিক্রিয়া জানানো এবং চিন্তাশীল উত্তর দেওয়া— সবই করতে পারে।
‘লুনা এআই’-এর ভিতরে ইনবিল্ট অডিও সিস্টেম থাকার কারণে এটি টেক্সট ইনপুট ছাড়াই সরাসরি কথোপকথন চালাতে সক্ষম।
অর্থাৎ, ব্যবহারকারী কথা বললেই এআই তা শোনে, প্রক্রিয়া করে, এবং তৎক্ষণাৎ অডিওর মাধ্যমেই উত্তর দেয়।
নিজের ‘এক্স’ (X) হ্যান্ডেলে পোস্ট করে স্পর্শ জানিয়েছেন—“লুনা এআই বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ এআই মডেল, যা মানুষের মতোই আবেগ প্রকাশ করতে পারে। এটি তৈরি করতে আমি ব্যবহার করেছি সীমিত সম্পদ— জিপিইউ ভাড়া, ক্লাউড ক্রেডিট এবং এমনকি ক্রেডিট কার্ডে ধার।”
তিনি আরও জানান, তাঁর স্টার্টআপ সংস্থা ‘পিক্সা এআই’ (Pixa AI) এই মডেলটি তৈরি ও পরিচালনা করছে।
বিশ্বজুড়ে এআই গবেষকরা যেখানে এখনো স্পিচ-টু-স্পিচ রিয়েলটাইম কথোপকথনের ওপর পরীক্ষা চালাচ্ছেন, সেখানে একজন ভারতীয় তরুণের এই উদ্ভাবনকে “পাথব্রেকিং ইনোভেশন” হিসেবে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, “লুনা এআই মানুষের সঙ্গে মেশিনের যোগাযোগকে আরও বাস্তবসম্মত ও প্রাকৃতিক করে তুলবে। ভবিষ্যতে এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল হিউম্যান ও কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বিপ্লব আনতে পারে।”
আরও পড়ুন: চোখের নিমেষে রেঁধে ফেলবে শতাধিক পদ! হাজির এআই রোবট রাঁধুনি ‘নালা শেফ’


