Homeপ্রযুক্তিমোবাইলে ভারতীয় নম্বরের আড়ালে বিদেশি কল! প্রতারণা রুখতে কেন্দ্রের নতুন ব্যবস্থা

মোবাইলে ভারতীয় নম্বরের আড়ালে বিদেশি কল! প্রতারণা রুখতে কেন্দ্রের নতুন ব্যবস্থা

প্রকাশিত

বিশেষ কিছু ভারতীয় নম্বর থেকে ফোন পেয়ে অনেকেই চমকে উঠছেন, সন্দেহ করছেন। কিছু একটা চক্কর তো আছেই। আসলে সাইবার অপরাধীরা আন্তর্জাতিক স্পুফড কলের মাধ্যমে প্রতারণা করছে, যা দেখতে ভারতের নম্বরের মতো হলেও তা বিদেশ থেকে আসছে। এই সমস্যার সমাধানে কেন্দ্র সরকার চালু করেছে নতুন এক ব্যবস্থা, যার নাম ‘আন্তর্জাতিক ইনকামিং স্পুফড কল প্রতিরোধ ব্যবস্থা’। এই সিস্টেমের মাধ্যমে প্রতারণামূলক কলগুলো ব্লক করে দেশের ডিজিটাল স্পেসকে নিরাপদ করার চেষ্টা চলছে।

সাইবার অপরাধীরা কলিং লাইন আইডেন্টিটি (CLI) ম্যানিপুলেট করে কলগুলোকে ভারতীয় নম্বর (+৯১-xxxxxxxxxx) হিসেবে দেখায়, অথচ প্রকৃতপক্ষে এই কলগুলি দেশের বাইরে থেকে করা হয়। এই পদ্ধতি ব্যবহার করে অপরাধীরা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা করে, কখনও মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন করার হুমকি দেয়, আবার কখনও মাদক পাচার বা ভুয়ো গ্রেফতারের মতো অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার দাবি করে প্রতারণা চালায়।

ভারতের টেলিযোগাযোগ বিভাগ (DoT) এবং টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি (TSPs) যৌথ ভাবে এই প্রতারণামূলক আন্তর্জাতিক কলগুলো শনাক্ত ও ব্লক করার জন্য নতুন সিস্টেম তৈরি করেছে।

উল্লেখযোগ্য ভাবে, এই সিস্টেম চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১.৩৫ কোটি প্রতারণামূলক আন্তর্জাতিক কল ব্লক করা হয়েছে, যা প্রায় ৯০ শতাংশের মতো। এই সুরক্ষা ব্যবস্থা চালু হওয়ার ফলে ভারতীয় টেলিকম ব্যবহারকারীরা এই ধরনের স্পুফড কলের পরিমাণে উল্লেখযোগ্য হ্রাস দেখতে পাবেন।

তবে, সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কারণ কিছু প্রতারক হয়তো সিস্টেমটিকে ফাঁকি দেওয়ার নতুন উপায় বের করতে পারে। সন্দেহজনক বা প্রতারণামূলক কল পেলে আপনি সরকারের ‘চক্ষু’ পরিষেবার মাধ্যমে সঞ্চার সাথী ওয়েবসাইটে (www.sancharsathi.gov.in) রিপোর্ট করতে পারেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবে।

যারা ইতিমধ্যে এই ধরনের সাইবার অপরাধের শিকার হয়েছেন, তাদের জন্য সহায়তা উপলব্ধ রয়েছে। আপনি জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করে বা www.cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনার অভিযোগ জানাতে পারেন।

এ ব্যাপারে এক সরকারি কর্তা বলেন, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সরকার সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, যাতে সকলের জন্য একটি নিরাপদ যোগাযোগের পরিবেশ নিশ্চিত করা যায়। সতর্ক থাকুন এবং কোনো সন্দেহজনক কল পেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

আরও পড়ুন

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন চমক! এলো ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ

ফেসবুক চালু করল দুটি নতুন ইন্টারঅ্যাকটিভ ফিচার— ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। কনটেন্ট ক্রিয়েটর ও ফলোয়ারদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এই ফিচারগুলি।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।