উন্নত প্রযুক্তিতে টেক্কা দিল উদিত সূর্যের দেশ জাপান। বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড আস্ত রেলস্টেশন তৈরি করে তাক লাগিয়ে দিলেন জাপানি প্রযুক্তিবিদেরা। মাত্র ৬ ঘণ্টার মধ্যে নতুন করে গড়ে তোলা হয়েছে জাপানের ওয়াকাইয়ামা প্রিফেকচারের হাতসুশিমা রেলস্টেশন।
গত ২৫ মার্চ দিনের শেষ ট্রেন চলে যাওয়ার পর রেকর্ড ৬ ঘণ্টা সময়ের মধ্যে এই নয়া রূপ দেওয়া হয় হাতসুশিমা রেলস্টেশনের। রেলস্টেশনের আয়তন মেরেকেটে ১০৮ বর্গফুট। জাপানের ওসাকা শহর থেকে ৯৬.৫ কিলোমিটার দূরে ওয়াকাইয়ামা প্রিফেকচারে রয়েছে হাতসুশিমা রেলস্টেশন। ছবির মতো সুন্দর রেলস্টেশন আসলে জনমানবহীন দ্বীপ জিনোশিমার প্রবেশদ্বার হিসাবে দেখা হয়। সপ্তাহান্তের ছুটিতে জিনোশিমায় সকলে যান ক্যাম্প করতে, সাঁতার কাটতে বা প্যাডেল বোর্ডিং করতে।
হাতসুশিমা কমলালেবুর জন্য বিখ্যাত। তাই জেআর কিসেই মেন লাইনে হাতসুশিমা রেলস্টেশনের পুরনো কাঠের খোলনলচে বদলে থ্রি ডি প্রিন্টের সাহায্য মিনিম্যালিস্টিক ছোঁয়া দেওয়া হয়েছে। ঢেউখেলানো ছাদ আর কমলালেবুর মোটিফ ব্যবহার করা হয়েছে। অত্যাধুনিক থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে ২.৬ মিটার উঁচু, ৬.৩ মিটার চওড়া আর ২.১ মিটার মোটা কনক্রিট স্ট্রাকচার তৈরি করা হয়েছে।
বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড রেলস্টেশন গড়ে তুলতে ওয়েস্ট জাপান রেলওয়ে হাত মেলায় থ্রি ডি প্রিন্ট বাড়িঘর তৈরিতে বিশেষজ্ঞ সেরেনডিক্স সংস্থার সঙ্গে। নয়া প্রযুক্তির সাহায্যে রেলস্টেশন গড়ার খরচ কমে গেছে ৫০%। হাতসুশিমা উপকূলবর্তী এলাকা হওয়ায় পাইলট প্রকল্পের জন্য এই জায়গা বেছে নেওয়া হয়। জাপানি বিজ্ঞানীরা দেখতে চাইছেন নোনা আবহাওয়ায় কতটা টেকসই হয় নয়া প্রযুক্তি।