Home প্রযুক্তি মোবাইল ফোন চুরি গেছে? দুশ্চিন্তার অবসানে শীঘ্রই নতুন ট্র্যাকিং সিস্টেম আনছে কেন্দ্র

মোবাইল ফোন চুরি গেছে? দুশ্চিন্তার অবসানে শীঘ্রই নতুন ট্র্যাকিং সিস্টেম আনছে কেন্দ্র

নয়াদিল্লি: মোবাইল ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে লোকসান তো বটেই, সঙ্গে ঝক্কিও অনেক। চুরি যাওয়া মোবাইল ফোনে থাকা সিম কার্ড ব্লক না করলে সমূহ বিপদের সম্ভাবনা থাকে। সেই দুশ্চিন্তা ঘোচাতে চলতি সপ্তাহে একটি নতুন ট্র্যাকিং সিস্টেম চালু করছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনগুলি ব্লক এবং ট্র্যাক করা সম্ভব হবে। তা সে দেশের যে কোনো প্রান্তেই হোক না কেন।

সিডিওটি-র নতুন সিস্টেম

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক এবং উত্তর-পূর্ব অঞ্চল-সহ কয়েকটি টেলিকম সার্কেলে সিইআরআপ সিস্টেমের পাইলট চালাচ্ছে কেন্দ্রের তথ্যপ্রযুক্তি উন্নয়ন বিভাগ সেন্টার ফর ডিপার্টমেন্ট অফ টেলিমেটিক্স (CDoT)। এই সিস্টেমটি এখন সমগ্র ভারতে কার্য়কর করার জন্য প্রস্তুত।

১৭ মার্চ সারা দেশে কার্যকর!

বিভাগের এক ঊর্ধ্বতন আধিকারিকের মন্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, “আগামী ১৭ মার্চ সারা দেশে এই সিস্টেম আত্মপ্রকাশ করতে চলেছে”। তবে সিডিওটি-র সিইও এবং প্রকল্প পর্ষদের চেয়ারম্যান রাজকুমার উপাধ্যায় তারিখ নিয়ে কোনো মন্তব্য না করলেও জানিয়েছেন, সিস্টেমটি গোটা ভারতে কার্যকর করার জন্য প্রস্তুত। তিনি জানিয়েছেন, “সিস্টেমটি প্রস্তুত এবং এ বার এটি ভারত জুড়ে কার্যকর করা হবে। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি ব্লক করতে এবং ট্র্যাক করতে সক্ষম হবে এই সিস্টেম।”

হাতিয়ার আইএমইআই নম্বর

বলে রাখা ভালো, ভারতে বিক্রির আগে মোবাইল ডিভাইসগুলির জন্য ১৫ সংখ্যার অনন্য সংখ্যাসূচক শনাক্তকারী বা আইএমইআই (IMEI) বাধ্যতামূলক করেছে সরকার। এই আইএমইআই নম্বরগুলি অ্যাক্সেস করেই হারিয়ে যাওয়া মোবাইলের অবস্থান নির্ণয় করতে সাহায্য করবে নতুন সিস্টেম। ডিভাইসের আইএমইআই নম্বর এবং এটির সঙ্গে সংযোজিত মোবাইল নম্বরের মাধ্যমে খোয়া যাওয়া মোবাইলের নাগাল পাবে টেলিকম অপারেটর এবং সিইআইআর সিস্টেম। হারিয়ে যাওয়া মোবাইল ট্র্যাক করতে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।

কমবে মোবাইল চুরি

সিইআইআর-এর মূল উদ্দেশ্য হল চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইলের রিপোর্টিং সহজ করা এবং সারা দেশে ওই ধরনের মোবাইলের ব্যবহার বন্ধ করা। কর্মকর্তাদের আশা, এই সিস্টেম মোবাইল চুরির ঘটনা কমাতে সাহায্য করবে। অভিযোগ জানানোর পর পুলিশ সহজেই চুরি হওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইলের সন্ধান পেয়ে যাবে। অন্যের হাতে চলে যাওয়া মোবাইল দ্রুত শনাক্ত হওয়ার জন্য ক্লোন করা মোবাইলের ব্যবহার হ্রাস পাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version