Homeপ্রযুক্তিমোবাইল ফোন চুরি গেছে? দুশ্চিন্তার অবসানে শীঘ্রই নতুন ট্র্যাকিং সিস্টেম আনছে কেন্দ্র

মোবাইল ফোন চুরি গেছে? দুশ্চিন্তার অবসানে শীঘ্রই নতুন ট্র্যাকিং সিস্টেম আনছে কেন্দ্র

প্রকাশিত

নয়াদিল্লি: মোবাইল ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে লোকসান তো বটেই, সঙ্গে ঝক্কিও অনেক। চুরি যাওয়া মোবাইল ফোনে থাকা সিম কার্ড ব্লক না করলে সমূহ বিপদের সম্ভাবনা থাকে। সেই দুশ্চিন্তা ঘোচাতে চলতি সপ্তাহে একটি নতুন ট্র্যাকিং সিস্টেম চালু করছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনগুলি ব্লক এবং ট্র্যাক করা সম্ভব হবে। তা সে দেশের যে কোনো প্রান্তেই হোক না কেন।

সিডিওটি-র নতুন সিস্টেম

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক এবং উত্তর-পূর্ব অঞ্চল-সহ কয়েকটি টেলিকম সার্কেলে সিইআরআপ সিস্টেমের পাইলট চালাচ্ছে কেন্দ্রের তথ্যপ্রযুক্তি উন্নয়ন বিভাগ সেন্টার ফর ডিপার্টমেন্ট অফ টেলিমেটিক্স (CDoT)। এই সিস্টেমটি এখন সমগ্র ভারতে কার্য়কর করার জন্য প্রস্তুত।

১৭ মার্চ সারা দেশে কার্যকর!

বিভাগের এক ঊর্ধ্বতন আধিকারিকের মন্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, “আগামী ১৭ মার্চ সারা দেশে এই সিস্টেম আত্মপ্রকাশ করতে চলেছে”। তবে সিডিওটি-র সিইও এবং প্রকল্প পর্ষদের চেয়ারম্যান রাজকুমার উপাধ্যায় তারিখ নিয়ে কোনো মন্তব্য না করলেও জানিয়েছেন, সিস্টেমটি গোটা ভারতে কার্যকর করার জন্য প্রস্তুত। তিনি জানিয়েছেন, “সিস্টেমটি প্রস্তুত এবং এ বার এটি ভারত জুড়ে কার্যকর করা হবে। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি ব্লক করতে এবং ট্র্যাক করতে সক্ষম হবে এই সিস্টেম।”

হাতিয়ার আইএমইআই নম্বর

বলে রাখা ভালো, ভারতে বিক্রির আগে মোবাইল ডিভাইসগুলির জন্য ১৫ সংখ্যার অনন্য সংখ্যাসূচক শনাক্তকারী বা আইএমইআই (IMEI) বাধ্যতামূলক করেছে সরকার। এই আইএমইআই নম্বরগুলি অ্যাক্সেস করেই হারিয়ে যাওয়া মোবাইলের অবস্থান নির্ণয় করতে সাহায্য করবে নতুন সিস্টেম। ডিভাইসের আইএমইআই নম্বর এবং এটির সঙ্গে সংযোজিত মোবাইল নম্বরের মাধ্যমে খোয়া যাওয়া মোবাইলের নাগাল পাবে টেলিকম অপারেটর এবং সিইআইআর সিস্টেম। হারিয়ে যাওয়া মোবাইল ট্র্যাক করতে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।

কমবে মোবাইল চুরি

সিইআইআর-এর মূল উদ্দেশ্য হল চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইলের রিপোর্টিং সহজ করা এবং সারা দেশে ওই ধরনের মোবাইলের ব্যবহার বন্ধ করা। কর্মকর্তাদের আশা, এই সিস্টেম মোবাইল চুরির ঘটনা কমাতে সাহায্য করবে। অভিযোগ জানানোর পর পুলিশ সহজেই চুরি হওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইলের সন্ধান পেয়ে যাবে। অন্যের হাতে চলে যাওয়া মোবাইল দ্রুত শনাক্ত হওয়ার জন্য ক্লোন করা মোবাইলের ব্যবহার হ্রাস পাবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন চমক! এলো ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ

ফেসবুক চালু করল দুটি নতুন ইন্টারঅ্যাকটিভ ফিচার— ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। কনটেন্ট ক্রিয়েটর ও ফলোয়ারদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এই ফিচারগুলি।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।