দেশের নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত করতে এল নতুন আধার অ্যাপ ৷ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এই আধার অ্যাপ চালু করেছেন ৷ যা দেশবাসীর আধার তথ্য ব্যবহারকে সহজ করার পাশাপাশি সুরক্ষিত রাখবে । এই নতুন অ্যাপটিতে QR কোড এবং রিয়েল-টাইম ফেস আইডি সাহায্য়ে দ্রুত শনাক্তকরণের সুবিধা রয়েছে । এই নতুন অ্যাপের সাহায্যে নাগরিকদের আধার কার্ডের হার্ড কপি বা ফটোকপি নিয়ে ঘুরতে হবে না । এই অ্যাপটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাহায্যে তৈরি করা হয়েছে ৷ শিগগিরই এটা সারা দেশে চালু হবে।
নতুন আধার অ্যাপ লঞ্চের পর দেশবাসীর হোটেল চেক-ইন থেকে কেনাকাটা, ভ্রমণের সময় আধার কার্ডটি সঙ্গে না রাখলেও হবে ৷ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যাণ্ডেলে এই অ্যাপটির কথা ঘোষণা করে বলেন, ” কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র যুগে আধারের ফটোকপি দেখানোর প্রয়োজন নেই ৷ আধার অ্যাপটি নিরাপদ এবং শুধুমাত্র ব্যবহারকারীর সম্মতিতেই শেয়ার করা যেতে পারে । ১০০% ডিজিটাল এবং সুরক্ষিত। ডেটা গোপনীয়তা রক্ষা করা এবং যাচাইকরণ প্রক্রিয়া সহজ করা প্রধান লক্ষ্য ৷”
নয়া অ্যাপ কীভাবে কাজ করে ?
QR কোড স্ক্যান: যেখানে পরিচয়পত্র প্রয়োজন সেখানে একটি QR কোড থাকবে
ফেস স্ক্যান: স্ক্যান করার পর, অ্যাপ ক্যামেরাটি খুলবে এবং সেলফি তুলবে
UIDAI ডেটা দিয়ে সেটি যাচাই করবে
প্রয়োজনীয় তথ্য শেয়ার: শুধুমাত্র যাচাইকরণের জন্য প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হবে।
নতুন আধার অ্যাপ ব্যবহারের সুবিধা
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত।
কোনও ফিজিক্যাল কার্ডের প্রয়োজন নেই, সবসময় ফটোকপি সঙ্গে রাখার দরকার নেই
কোনও জাল নথি তৈরি হবে না
ফেস স্ক্যানিং জালিয়াতি রোধ করা যাবে
সাইবার জালিয়াতির বিরুদ্ধেও সুরক্ষা দেবে ও ব্যক্তিগত সুরক্ষিত থাকবে
হেডলাইন, স্লাগ, ও ট্যাগ দিন
পড়ুন: মাত্র ১২৯৯ টাকায় আনলিমিটেড ট্র্যাভেল! পেটিএম নিয়ে এল দুর্দান্ত ট্রাভেল পাস