খেলার ময়দানে খেলতে খেলতে হামেশাই খেলোয়াড়দের চোট আঘাত লাগে। সেই চোট কতটা গভীর তা খালি চোখে অনেক সময় বোঝা যায় না। উপসর্গ দেখে চোটের গভীরতা যাচাই করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে।
এবার আইআইটি মাদ্রাজের গবেষকরা এমন এক অভিনব পোর্টেবল স্ক্যানার তৈরি করেছেন যার মাধ্যমে খেলার মাঠে খেলতে গিয়ে খেলোয়াড়দের কতটা চোট আঘাত লেগেছে তা স্পষ্ট ভাবে বোঝা যাবে।
আইআইটির গবেষকদের তৈরি পোর্টেবল স্ক্যানার যন্ত্রের নাম হল POCUS বা পোর্টেবল পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড স্ক্যানার যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে শরীরে কোথাও ফোলা ভাব রয়েছে কি না, পেশিতে আঘাত লেগেছে কি না, তা সহজে বোঝা যাবে।
আইআইটি মাদ্রাজের গবেষকদের তৈরি করা এই বিশেষ স্ক্যানার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে পরিচালিত। এটি সহজে বহন করা যায় আর খরচও কম বলে দাবি আইআইটির গবেষকদের।
আরও পড়ুন
হ্যাকিংয়ের ফাঁদ পাতা ‘স্মার্ট’ ভুবনে হ্যাকারদের ‘সফট টার্গেট’ ভারতীয়রা