Home প্রযুক্তি দু’ বছর আগে সমুদ্রে হারিয়ে যাওয়া অ্যাপলের স্মার্টওয়াচ ফিরে পাওয়া গেল সচল...

দু’ বছর আগে সমুদ্রে হারিয়ে যাওয়া অ্যাপলের স্মার্টওয়াচ ফিরে পাওয়া গেল সচল অবস্থায়

0

ইদানীং বেশ অনেক সময়ই খবরে দেখা গেছে, অ্যাপলের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টওয়াচ মানুষের জীবনরক্ষা করেছে। সাম্প্রতিক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জনপ্রিয় এক ইউটিউবার দাবি করেন, সমুদ্রে তাঁর হারিয়ে যাওয়া অ্যাপলের স্মার্টওয়াচ তিনি ২ বছর পর ফিরে পেয়েছেন।

প্রায় ২ বছর আগে জ্যারেড ব্রিক নামে ওই ইউটিউবার ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে বেড়াতে যান। সমুদ্রে সাঁতার কাটার সময় তাঁর অ্যাপল স্মার্টওয়াচ হারিয়ে যায়। এত দিন পর কয়েক মাস আগে ওই ব্যক্তি অ্যাপলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচার ব্যবহার করে ঘড়িটি অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন। সেই ঘটনাই তিনি ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

অ্যাপল ইনসাইডারের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে জ্যারেড ব্রিক এবং তাঁর স্ত্রী তাঁদের ছেলের জন্মদিন উদযাপন করতে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়েছিলেন। সমুদ্রে সাঁতার কাটার সময় ব্রিক বোল্ডার থেকে ঝাঁপিয়ে পড়েন, আর তখনই তিনি বুঝতে পারেন তাঁর ঘড়িটি হাত থেকে পড়ে গেছে।

এর পর তিনি অন্য একটি অ্যাপল ঘড়ি ব্যবহার করে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারের মাধ্যমে হারিয়ে যাওয়া অ্যাপল স্মার্টওয়াচ খোঁজার চেষ্টা করেন। ব্যর্থ হন। স্মার্টওয়াচ চিরতরে হারিয়ে গেছে ভেবে ব্রিক ফিরে যান।

এই ঘটনার পর কেটে গেছে ১৮ মাস। ২০২৩ সালের ডিসেম্বরে জোনাথান নামে এক অচেনা ব্যক্তির কাছ থেকে অপ্রত্যাশিতভাবে ফোন পান ওই ইউটিউবার। জোনাথান নামের ওই ব্যক্তি জ্যারেড ব্রিককে জানান তিনি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের বাসিন্দা। যেখানে ইউটিউবার বেড়াতে গিয়েছিলেন ইউটিউবারের হারিয়ে যাওয়া অ্যাপলের স্মার্টওয়াচ সেই সমুদ্রসৈকতেই তিনি খুঁজে পান। এর পর তিনি এটি চার্জ দেওয়ার পরে ইউটিউবারের ফোন নম্বর-সহ হারিয়ে যাওয়া মেসেজটি দেখতে পান। তার পর জ্যারেড ব্রিকের সঙ্গে যোগাযোগ করেন জোনাথান। ২০২৪ সালের এপ্রিল মাসে একেবারে অক্ষত অবস্থায় হারানো স্মার্টওয়াচ ফিরে পান ইউটিউবার।

আরও পড়ুন

অত্যাধুনিক প্রযুক্তির সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড স্মার্ট লেড (ANDROID SMART LED) টিভি আনল দেয়ু (DAEWOO)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version