মেটা জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বেশ কিছু পুরনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। অ্যান্ড্রয়েডের KitKat বা তার আগের সংস্করণে চলা ফোনগুলিতে আর এই মেসেজিং অ্যাপ সাপোর্ট করবে না। নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপের নিরাপত্তা এবং কার্যকারিতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা।
কেন বন্ধ হচ্ছে?
২০১৩ সালে প্রকাশিত অ্যান্ড্রয়েড KitKat অপারেটিং সিস্টেম এখন প্রায় ব্যবহারবিহীন। অধিকাংশ ফোনেই এখন অনেক নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ চলছে। মেটার বক্তব্য অনুযায়ী, পুরনো প্ল্যাটফর্মগুলি নতুন আপডেট, সিকিউরিটি প্যাচ এবং ফিচার সাপোর্ট করতে পারে না। ফলে সেগুলিতে হোয়াটসঅ্যাপ চালানো নিরাপদ এবং কার্যকর নয়।
কোন ফোনগুলি প্রভাবিত হবে?
নতুন নিয়মের ফলে বেশ কিছু ব্র্যান্ডের পুরনো মডেলের হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। এর মধ্যে রয়েছে:
- স্যামসাং: গ্যালাক্সি S3, গ্যালাক্সি নোট 2, গ্যালাক্সি Ace 3, গ্যালাক্সি S4 মিনি
- মোটোরোলা: মটো G (ফার্স্ট জেন), রেজর HD, মটো E 2014
- HTC: ওয়ান X, ওয়ান X+, ডিজায়ার 500, ডিজায়ার 601
- LG: অপ্টিমাস G, নেক্সাস 4, G2 মিনি, L90
- Sony: এক্সপেরিয়া Z, এক্সপেরিয়া SP, এক্সপেরিয়া T, এক্সপেরিয়া V
কী করতে হবে?
যাঁরা এই মডেলগুলি ব্যবহার করছেন, তাঁদের WhatsApp চালিয়ে যেতে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে চলা ডিভাইসে আপগ্রেড করতে হবে। তবে, হোয়াটসঅ্যাপের এমন সিদ্ধান্ত এই প্রথম নয়। এর আগেও মেটা পুরনো অপারেটিং সিস্টেমের জন্য হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ করেছে। বর্তমান নিরাপত্তা মানদণ্ড এবং ফিচারগুলির সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মিত এ ধরনের পর্যালোচনা চালায় কোম্পানি।
তাই, যদি আপনার ফোন এই তালিকায় থাকে, দ্রুতই নতুন ডিভাইসে সরে যাওয়ার কথা ভাবুন!
