Home ভ্রমণ ভ্রমণ কথা উৎসবের ছুটিতে বেড়ানোকেই প্রাধান্য দিচ্ছে ভারতীয়রা, এমনই তথ্য উঠে এল সমীক্ষায়

উৎসবের ছুটিতে বেড়ানোকেই প্রাধান্য দিচ্ছে ভারতীয়রা, এমনই তথ্য উঠে এল সমীক্ষায়

0

চলছে উৎসবের মরসুম। এমন ছুটির মরসুমে বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ছে ভারতীয়দের মধ্যে। করোনা অতিমারির পূর্ব সময়ের মতো ভারতীয়রা ছুটির মরসুমে ছুটি কাটানো, আরাম উপভোগ করাকে বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে। ৯৭% ভারতীয় এই ছুটির মরসুমে বেড়ানোর পরিকল্পনা করেছে। ৩৩% ভারতীয় এরমধ্যেই তাঁদের টিকিট কেটে ফেলেছেন। এমনই তথ্য উঠে এসেছে Amex Trendex India নামক সংস্থার সমীক্ষা রিপোর্টে।

সমীক্ষায় দেখা গেছে, ৬৩% ভারতীয় বেড়ানোর কারণ হিসাবে রোজকার ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে আরাম উপভোগ করাকে বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছেন। ৫৪% ভারতীয় নতুন জায়গার খোঁজ পেতে বেড়াতে যান। ভালো করে বেড়ানোর জন্য ৯৪% ভারতীয় অর্থ খরচ করতে পিছোপা হন না বলে জানিয়েছেন। 

image 1
শিমলার ম্যাল। ছবি: শ্রয়ণ সেন।

৭৩% ভারতীয় বেড়ানোর সময় খরচে কুলোতে ট্রাভেল ক্রেডিট কার্ড রিওয়ার্ডের ওপর ভরসা করে। ৮৮% ভারতীয় দেশের মধ্যে বেড়াতে যেতে চায় বলে জানিয়েছে। ৬১% ভারতীয় বিদেশে বেড়াতে যেতে চায়। 

কেনাকাটাও চলে সমান তালে

শুধু বেড়াতে গিয়ে নিত্য নতুন জায়গা দেখাই নয়, ৯৮% ভারতীয় কেনাকাটা করা পছন্দ করে। ৭৩% ভারতীয় পরিজনদের জন্য আর ৬৫% ভারতীয় বন্ধুবান্ধবদের জন্য কেনাকাটা করা পছন্দ করে। পছন্দের তালিকায় রয়েছে জামাকাপড়, গয়নাগাটি ও ব্যাগ (৭৩%), বৈদ্যুতিক সরঞ্জাম (৫৫%)।

আমাদের অনলাইন ভ্রমণ ম্যাগাজিনে ঘোরাবেড়ানো সংক্রান্ত নানা লেখা পড়তে পারেন

পড়তে পারেন

দীপাবলির ছুটিতে যাত্রীদের ভিড় সামলাতে টয়ট্রেনে অতিরিক্ত জয়রাইডের ব্যবস্থা

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version