চলছে উৎসবের মরসুম। এমন ছুটির মরসুমে বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ছে ভারতীয়দের মধ্যে। করোনা অতিমারির পূর্ব সময়ের মতো ভারতীয়রা ছুটির মরসুমে ছুটি কাটানো, আরাম উপভোগ করাকে বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে। ৯৭% ভারতীয় এই ছুটির মরসুমে বেড়ানোর পরিকল্পনা করেছে। ৩৩% ভারতীয় এরমধ্যেই তাঁদের টিকিট কেটে ফেলেছেন। এমনই তথ্য উঠে এসেছে Amex Trendex India নামক সংস্থার সমীক্ষা রিপোর্টে।
সমীক্ষায় দেখা গেছে, ৬৩% ভারতীয় বেড়ানোর কারণ হিসাবে রোজকার ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে আরাম উপভোগ করাকে বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছেন। ৫৪% ভারতীয় নতুন জায়গার খোঁজ পেতে বেড়াতে যান। ভালো করে বেড়ানোর জন্য ৯৪% ভারতীয় অর্থ খরচ করতে পিছোপা হন না বলে জানিয়েছেন।
৭৩% ভারতীয় বেড়ানোর সময় খরচে কুলোতে ট্রাভেল ক্রেডিট কার্ড রিওয়ার্ডের ওপর ভরসা করে। ৮৮% ভারতীয় দেশের মধ্যে বেড়াতে যেতে চায় বলে জানিয়েছে। ৬১% ভারতীয় বিদেশে বেড়াতে যেতে চায়।
কেনাকাটাও চলে সমান তালে
শুধু বেড়াতে গিয়ে নিত্য নতুন জায়গা দেখাই নয়, ৯৮% ভারতীয় কেনাকাটা করা পছন্দ করে। ৭৩% ভারতীয় পরিজনদের জন্য আর ৬৫% ভারতীয় বন্ধুবান্ধবদের জন্য কেনাকাটা করা পছন্দ করে। পছন্দের তালিকায় রয়েছে জামাকাপড়, গয়নাগাটি ও ব্যাগ (৭৩%), বৈদ্যুতিক সরঞ্জাম (৫৫%)।
আমাদের অনলাইন ভ্রমণ ম্যাগাজিনে ঘোরাবেড়ানো সংক্রান্ত নানা লেখা পড়তে পারেন।
পড়তে পারেন
দীপাবলির ছুটিতে যাত্রীদের ভিড় সামলাতে টয়ট্রেনে অতিরিক্ত জয়রাইডের ব্যবস্থা