Home ভ্রমণ ভ্রমণের খবর দীপাবলির ছুটিতে যাত্রীদের ভিড় সামলাতে টয়ট্রেনে অতিরিক্ত জয়রাইডের ব্যবস্থা

দীপাবলির ছুটিতে যাত্রীদের ভিড় সামলাতে টয়ট্রেনে অতিরিক্ত জয়রাইডের ব্যবস্থা

সামনেই আলোর উৎসব দীপাবলি। ছুটির এসময় শীতের ওম গায়ে মেখে অনেকেই ছুটি উপভোগ করতে চান। তাই অনেকেরই গন্তব্য হয় পাহাড়ের রানি দার্জিলিং। ছুটির এসময় পর্যটকদের কথা ভেবে তাই দার্জিলিংয়ে টয়ট্রেনে অতিরিক্ত জয় রাইডের বন্দোবস্ত করেছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা আছে দার্জিলিংয়ের টয়ট্রেনের। যাত্রীদের ভিড় সামলাতে ২১ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত পর্যটনের ভরা মরসুমে দার্জিলিং থেকে ঘুমের মধ্যে রোজ অতিরিক্ত ৪টি ডিজেল ইঞ্জিনচালিত টয়ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে। পর্যটকরা দার্জিলিং পাহাড়ের সৌন্দর্য এই টয়ট্রেনের জয় রাইডে আরও ভালো ভাবে উপভোগ করতে পারবেন বলে জানান নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর।

ডিজেল ইঞ্জিনচালিত বিশেষ টয়ট্রেনে ৩টি প্রথম শ্রেণির চেয়ার কার কোচ থাকবে। ২টি কোচে ৩০টি করে আসন ও একটি কোচে ২৯টি আসন থাকবে।

ট্রেনের সময়সূচি 

ট্রেন নম্বর ০২৫৪৭ দার্জিলিং থেকে ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে। ঘুম পৌঁছবে সকাল ১০টা ৫ নাগাদ। ফিরতি ট্রেন ঘুম থেকে ছাড়বে সকাল ১০টা ২৫ নাগাদ আর দার্জিলিং পৌঁছবে সকাল ১০টা ৫৫ নাগাদ। 

ট্রেন নম্বর ০২৫৪৮ দার্জিলিং থেকে ছাড়বে সকাল ১১টা ২৫ মিনিটে। ঘুম পৌঁছবে বেলা ১২টা ১০ নাগাদ। ফিরতি ট্রেন ঘুম থেকে ছাড়বে বেলা সাড়ে ১২টা নাগাদ আর দার্জিলিং পৌঁছবে বেলা ১টা নাগাদ।

ট্রেন নম্বর ০২৫৪৯ দার্জিলিং থেকে ছাড়বে বেলা ১টা ২৫ মিনিটে। ঘুম পৌঁছবে দুপুর ২টো ১০ নাগাদ। ফিরতি ট্রেন ঘুম থেকে ছাড়বে দুপুর ২টো ৩৫ নাগাদ আর দার্জিলিং পৌঁছবে বেলা ৩টে ৫ নাগাদ।

ট্রেন নম্বর ০২৫৫০ দার্জিলিং থেকে ছাড়বে বেলা সাড়ে ৩টে নাগাদ। ঘুম পৌঁছবে বিকেল সওয়া ৪টে নাগাদ। ফিরতি ট্রেন ঘুম থেকে ছাড়বে বিকেল ৪টে ৩৫ নাগাদ আর দার্জিলিং পৌঁছবে বিকেল ৫টা ৫ নাগাদ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version