Homeভ্রমণভ্রমণের খবরঅমরনাথ যাত্রা ২০২৫: শুরু হবে ৩ জুলাই, চলবে ৯ আগস্ট পর্যন্ত

অমরনাথ যাত্রা ২০২৫: শুরু হবে ৩ জুলাই, চলবে ৯ আগস্ট পর্যন্ত

প্রকাশিত

৩ জুলাই শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের অমরনাথ যাত্রা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা মঙ্গলবার রাজ ভবনে অনুষ্ঠিত শ্রী অমরনাথ জি শ্রাইন বোর্ডের (SASB) ৪৮তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন। সভায় অমরনাথ যাত্রা ২০২৫-এর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ জুলাই শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে এই তীর্থযাত্রা, যা রাখিবন্ধন উৎসবের সঙ্গে মিলে যাবে। এবারের যাত্রা অনন্তনাগ জেলার পহেলগাম রুট এবং গান্দেরওয়াল জেলার বলটাল রুট দিয়ে পরিচালিত হবে।

সভায় শ্রাইন বোর্ডের সদস্যরা, যেমন স্বামী অবধেশানন্দ গিরিজি মহারাজ, ডিসি রায়না, কৈলাশ মেহরা সাধু, কেএন রাই, পিতাম্বর লাল গুপ্ত, ড. শৈলেশ রায়না এবং অধ্যাপক বিশ্বমূর্তি শাস্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও, প্রধান সচিব অতল দুল্লু, ডিজিপি নলিন প্রভাত এবং অতিরিক্ত প্রধান সচিব (জল শক্তি বিভাগ) শালীন কাবরা-সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বোর্ড যাত্রীদের সুবিধা বৃদ্ধির পরিকল্পনা ও অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধির কারণে নেওয়া পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করে।

প্রত্যাশিত বৃদ্ধিপ্রাপ্ত তীর্থযাত্রীদের সংখ্যা বিবেচনা করে বোর্ড জম্মু, শ্রীনগর, বলটাল ও পহেলগাম ট্রানজিট পয়েন্টে থাকার ব্যবস্থা বৃদ্ধির সুপারিশ করে। নওগাঁও ও কাটরা রেলওয়ে স্টেশনে যাত্রী নিবন্ধনের জন্য ই-কেওয়াইসি ও আরএফআইডি কার্ড ইস্যু কেন্দ্র চালু করা হবে। বলটাল, পাহেলগাম, নুনওয়ান ও পান্থা চক শ্রীনগরে নতুন পরিকাঠামো নির্মাণ করা হবে।

বর্তমান পরিকাঠামোর অগ্রগতি পর্যালোচনার সময় উপরাজ্যপাল সিনহা তীর্থযাত্রীদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। পান্থা চক, শ্রীনগরের যাত্রী নিবাসের ধারণক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন তিনি। সভায় ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা, তীর্থযাত্রী, পরিষেবা প্রদানকারী ও ঘোড়াগুলোর জন্য বিমা কভারেজ, যাত্রা পথের সম্প্রসারণ ও উন্নয়ন, হেলিকপ্টার পরিষেবা, মেডিকেল সহায়তা ও ইলেকট্রনিক প্রিপেড সিস্টেম, আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা ও নজরদারি সিস্টেম, পবিত্র গুহা এবং নিম্ন পবিত্র গুহা চত্বরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

সুশৃঙ্খল পরিকল্পনা ও উন্নত সুবিধার মাধ্যমে এ বছরের অমরনাথ যাত্রা তীর্থযাত্রীদের জন্য আরও নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।