Homeভ্রমণভ্রমণের খবরহোটেল বুকিংয়ে সাইবার ফাঁদ! নিশানায় তারাপীঠ, পুরী, দিঘা ও দার্জিলিংয়ের পর্যটকরা, কী...

হোটেল বুকিংয়ে সাইবার ফাঁদ! নিশানায় তারাপীঠ, পুরী, দিঘা ও দার্জিলিংয়ের পর্যটকরা, কী ভাবে সাবধান থাকবেন?

প্রকাশিত

গরমের ছুটি মানেই ভ্রমণের প্ল্যান। কিন্তু এই ছুটির মরসুমে হোটেল বুকিংয়ের নামে জালিয়াতি করে সাধারণ পর্যটকদের ঠকাচ্ছে একাধিক সাইবার প্রতারক চক্র। টার্গেট— তারাপীঠ, দিঘা, মন্দারমনি, পুরী, দার্জিলিংয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

সূত্রে জানা গিয়েছে, নামী হোটেলের নামে তৈরি করা হচ্ছে ভুয়ো ওয়েবসাইট। হুবহু আসল হোটেলের মতোই ডিজাইন করা হচ্ছে এই সাইটগুলি। এমনকি আসল হোটেলের নাম, ছবি, এমনকি কাস্টমার কেয়ার নম্বরও কপি করা হচ্ছে, যাতে পর্যটকরা কোনও সন্দেহ না করেন।

এই ওয়েবসাইটগুলিতে ৫০% বা ‘সম্পূর্ণ পেমেন্ট’-এর অফার দিয়ে আগাম টাকা চাওয়া হচ্ছে। কিন্তু গন্তব্যে পৌঁছনোর পর পর্যটকদের চোখ খুলছে—পাওয়া যাচ্ছে না কোনও বুকিং-এর রেকর্ড, কখনও কখনও দেখা যাচ্ছে সেই নামে কোনও হোটেলই নেই।

প্রতারণার শিকার বহু মানুষ

বীরভূমের তারাপীঠ-এ ইতিমধ্যেই বহু সাধারণ মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। হোটেল কর্তৃপক্ষ নিজেরাই পর্যটকদের সচেতন করতে শুরু করেছেন। একই ধরনের ঘটনা ঘটছে পুরী, দিঘা, মন্দারমনি এবং দার্জিলিং-এও।

রামপুরহাটের বাসিন্দা সমিরন মন্ডল পুরীতে যাওয়ার জন্য একটি ভুয়ো ওয়েবসাইট থেকে হোটেল বুক করতে গিয়েছিলেন। শেষ মুহূর্তে সন্দেহ হওয়ায় আর পেমেন্ট না করায় প্রতারিত হওয়ার হাত থেকে বেঁচে যান তিনি।

কী ভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে?

🔸 হোটেল বুকিংয়ের আগে তাদের অফিশিয়াল ওয়েবসাইট যাচাই করুন
🔸 Google Reviews, Booking.com, MakeMyTrip-এর মতো নির্ভরযোগ্য সাইট ব্যবহার করুন
🔸 কোনও অজানা লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করবেন না
🔸 আকর্ষণীয় ডিসকাউন্ট দেখলেই লোভে পা দেবেন না
🔸 পেমেন্টের আগে হোটেলের নম্বরে ফোন করে বুকিং যাচাই করে নিন

বেড়াতে যাওয়ার জন্য ভাল ট্রাভেল ব্যাগ খুব জরুরি। ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে এই ট্রাভেল ব্যাগগুলি দেখতে পারেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।