Homeভ্রমণভ্রমণের খবরদুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর...

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

প্রকাশিত

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের কাদা, ডলোমাইট ও পলি সরিয়ে সাফারির পথ পরিষ্কার হওয়ার পর গত শুক্রবার থেকে চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি

দীর্ঘ বিরতির পর এমন ছন্দে ফেরা দেখে বেজায় খুশি স্থানীয় জিপসি মালিকরা। তাঁদের কথায়, “একেবারে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা!” — দুর্যোগ কাটার এত দ্রুত পরেই যে এত পর্যটক সাহস করে কার সাফারির জন্য পাহাড়ে আসবেন, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

চিলাপাতা, কোদালবস্তি-মেন্দাবাড়ি ও শালকুমার মিলিয়ে মোট ১৯টি জিপসি এখন সাফারিতে ব্যস্ত।
চিলাপাতা জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল রাভা সংবাদমাধ্যমকে বলেন, “পর্যটকদের ভিড় এমন যে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে সাফারির জন্য। দুর্যোগ কাটিয়ে যে এভাবে তারা ফিরে আসবেন, এটা আনন্দের।”

একইভাবে চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি দিলীপ ওরাওঁ-এর মতে,“শুধু দিনের সাফারি নয়, পর্যটকরা এখন এলাকার লজ, রিসর্ট ও হোমস্টেতে রাত কাটাচ্ছেন। এতে স্থানীয় ব্যবসাও আবার চাঙা হচ্ছে।”

চিলাপাতা বনাঞ্চলে প্রায় ৫০টির মতো রিসর্ট ও হোমস্টে রয়েছে। এছাড়া জলদাপাড়ার নতুন পর্যটন কেন্দ্র শিসামারা — যা সম্প্রতি শিসামারা নদীর জলে ও ভুটানের পলিতে ক্ষতবিক্ষত হয়েছিল — সেটিও এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সেখানে ১৯টি লজ, রিসর্ট ও হোমস্টে ফের পর্যটকবরণে প্রস্তুত।

জলদাপাড়া রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দেবাশিস রাউথের কথায়,“দুর্যোগের সময় অনেকে বুকিং বাতিল করেছিলেন, এখন তাঁরাই ফের যোগাযোগ করছেন। আমরা সাফারি-সহ সবরকম ব্যবস্থা নিচ্ছি।”

গড়িয়া থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে চিলাপাতায় কার সাফারিতে আসা এক পর্যটক বলেন, “আমরা সোমবার সাফারি করেছি, কোনও অসুবিধা হয়নি। অভিজ্ঞতাটা দারুণ।”

এদিকে বনদফতর জানিয়েছে, জঙ্গলের ভেতরে এখনও কিছু জায়গায় ডলোমাইট মিশ্রিত কাদা ও পলি রয়েছে। সেগুলি শুকিয়ে গেলেই হাতি সাফারি চালুর প্রস্তুতি নিচ্ছে বনদফতর।

জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝা বলেন, “কার সাফারিতে ভিড় বেড়েছে। এখন হাতি সাফারি চালুর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, মাদারিহাটেও কার সাফারি চালুর পরিকল্পনা চলছে।”

জলদাপাড়ার মাদারিহাট অঞ্চলে ২৫টি জিপসি রয়েছে, এবং সেখানেও শিগগিরই পর্যটকদের জন্য সাফারি খুলে দেওয়া হতে পারে বলে বনদফতর সূত্রে খবর।দুর্যোগের পর এমন দ্রুতগতিতে পুনরুদ্ধার পর্যটন মহলে “হোপফুল কামব্যাক” হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের আশা, এই শীতকালীন মরশুমে জলদাপাড়া ফের ভরে উঠবে দেশি-বিদেশি পর্যটকে।

আর পড়ুন: ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।