Homeভ্রমণভ্রমণের খবরদুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর...

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

প্রকাশিত

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের কাদা, ডলোমাইট ও পলি সরিয়ে সাফারির পথ পরিষ্কার হওয়ার পর গত শুক্রবার থেকে চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি

দীর্ঘ বিরতির পর এমন ছন্দে ফেরা দেখে বেজায় খুশি স্থানীয় জিপসি মালিকরা। তাঁদের কথায়, “একেবারে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা!” — দুর্যোগ কাটার এত দ্রুত পরেই যে এত পর্যটক সাহস করে কার সাফারির জন্য পাহাড়ে আসবেন, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

চিলাপাতা, কোদালবস্তি-মেন্দাবাড়ি ও শালকুমার মিলিয়ে মোট ১৯টি জিপসি এখন সাফারিতে ব্যস্ত।
চিলাপাতা জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল রাভা সংবাদমাধ্যমকে বলেন, “পর্যটকদের ভিড় এমন যে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে সাফারির জন্য। দুর্যোগ কাটিয়ে যে এভাবে তারা ফিরে আসবেন, এটা আনন্দের।”

একইভাবে চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি দিলীপ ওরাওঁ-এর মতে,“শুধু দিনের সাফারি নয়, পর্যটকরা এখন এলাকার লজ, রিসর্ট ও হোমস্টেতে রাত কাটাচ্ছেন। এতে স্থানীয় ব্যবসাও আবার চাঙা হচ্ছে।”

চিলাপাতা বনাঞ্চলে প্রায় ৫০টির মতো রিসর্ট ও হোমস্টে রয়েছে। এছাড়া জলদাপাড়ার নতুন পর্যটন কেন্দ্র শিসামারা — যা সম্প্রতি শিসামারা নদীর জলে ও ভুটানের পলিতে ক্ষতবিক্ষত হয়েছিল — সেটিও এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সেখানে ১৯টি লজ, রিসর্ট ও হোমস্টে ফের পর্যটকবরণে প্রস্তুত।

জলদাপাড়া রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দেবাশিস রাউথের কথায়,“দুর্যোগের সময় অনেকে বুকিং বাতিল করেছিলেন, এখন তাঁরাই ফের যোগাযোগ করছেন। আমরা সাফারি-সহ সবরকম ব্যবস্থা নিচ্ছি।”

গড়িয়া থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে চিলাপাতায় কার সাফারিতে আসা এক পর্যটক বলেন, “আমরা সোমবার সাফারি করেছি, কোনও অসুবিধা হয়নি। অভিজ্ঞতাটা দারুণ।”

এদিকে বনদফতর জানিয়েছে, জঙ্গলের ভেতরে এখনও কিছু জায়গায় ডলোমাইট মিশ্রিত কাদা ও পলি রয়েছে। সেগুলি শুকিয়ে গেলেই হাতি সাফারি চালুর প্রস্তুতি নিচ্ছে বনদফতর।

জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝা বলেন, “কার সাফারিতে ভিড় বেড়েছে। এখন হাতি সাফারি চালুর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, মাদারিহাটেও কার সাফারি চালুর পরিকল্পনা চলছে।”

জলদাপাড়ার মাদারিহাট অঞ্চলে ২৫টি জিপসি রয়েছে, এবং সেখানেও শিগগিরই পর্যটকদের জন্য সাফারি খুলে দেওয়া হতে পারে বলে বনদফতর সূত্রে খবর।দুর্যোগের পর এমন দ্রুতগতিতে পুনরুদ্ধার পর্যটন মহলে “হোপফুল কামব্যাক” হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের আশা, এই শীতকালীন মরশুমে জলদাপাড়া ফের ভরে উঠবে দেশি-বিদেশি পর্যটকে।

আর পড়ুন: ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, মুখ্যমন্ত্রীর প্রশংসা—এই খবর আগেই করেছিল খবর অনলাইন

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। India Tourism Data Compendium 2025–এ বাংলার সাফল্য, পর্যটন উন্নয়নে মুখ্যমন্ত্রীর বার্তা।

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।