Home রাজ্য হুগলি জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

kamarpukur

হুগলি জেলার পর্যটন ও সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্তে সিলমোহর পড়ে। এর ফলে হুগলির তারকেশ্বর উন্নয়ন পর্ষদের পর আরও একটি বিশেষ উন্নয়ন পর্ষদ তৈরি হচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ধরনের একটি বিশেষ পর্ষদের। জয়রামবাটি ও কামারপুকুর বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবীর স্মৃতিবিজড়িত এই দুটি স্থানকে কেন্দ্র করে প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। নতুন উন্নয়ন পর্ষদ গঠনের ফলে পর্যটন পরিকাঠামো, স্থানীয় অর্থনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

তবে শুধু উন্নয়নের খাতিরেই নয়, এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক বার্তাও স্পষ্ট। জয়রামবাটি-কামারপুকুর অঞ্চল আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ওই এলাকার একাধিক বিধানসভা আসনে বর্তমানে বিজেপি বিধায়কের সংখ্যা তৃণমূলের থেকে বেশি। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই উন্নয়ন পর্ষদ গঠনের মাধ্যমে রাজনৈতিক সমীকরণ বদলানোর চেষ্টা করছে রাজ্য সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: রাজ্যের বিভিন্ন দফতরে ১৮টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত, বড়সড় নিয়োগ আসছে মেডিক্যাল কলেজে নার্স পদেও

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version