Home খবর রাজ্য কৌশিকী অমাবস্যায় বাধ্যতামূলক প্যাকেজ নয়, একদিনের জন্যও মিলবে হোটেল রুম: কড়া নির্দেশ...

কৌশিকী অমাবস্যায় বাধ্যতামূলক প্যাকেজ নয়, একদিনের জন্যও মিলবে হোটেল রুম: কড়া নির্দেশ প্রশাসনের

Koushiki-Amavasya
কৌশিকী অমাবস্যায় বাধ্যতামূলক প্যাকেজ নয়

তারাপীঠের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব—কৌশিকী অমাবস্যাকে ঘিরে এবার পর্যটকদের জন্য বড় স্বস্তির খবর দিল জেলা প্রশাসন। রবিবার রামপুরহাট এসডিও অফিসে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে জানানো হয়েছে, এবার কোনও হোটেল পর্যটকদের তিনদিনের প্যাকেজে রুম ভাড়া নিতে বাধ্য করতে পারবে না।

জেলাশাসক বিধান রায় সাফ জানিয়ে দিয়েছেন, কোনও পর্যটক একদিন বা দু’দিন থাকতে চাইলে তাঁকে রুম দিতে হবে। তিনদিনের প্যাকেজে জোর করে টাকা নেওয়া হলে সেই হোটেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে সাধারণ পর্যটকদের নাগালের মধ্যে ভাড়া রাখার কথাও বলা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হয় তারাপীঠে। কথিত আছে, দেবী তারার অপর নাম ‘কৌশিকী’। এই তিথিতে মহাশ্মশানে বামাক্ষ্যাপার সিদ্ধিলাভের ইতিহাস রয়েছে। এই কারণে পুণ্যস্নান, দর্শন এবং মানতের উদ্দেশ্যে এই সময় মানুষের ঢল নামে।

তবে অভিযোগ ছিল, এই সুযোগে হোটেলগুলি রুম ভাড়া বাড়িয়ে দিয়ে প্যাকেজ চালু করে পর্যটকদের জোর করে তিনদিনের ভাড়া নেওয়ার পন্থা নেয়। এবার সেই অনিয়ম বন্ধ করতে উদ্যোগী হল প্রশাসন।

হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, কোনও ‘প্যাকেজ সিস্টেম’ চালু করা হয় না। পাশাপাশি হেল্পডেস্ক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পুণ্যার্থীরা জানতে পারেন কোথায় রুম খালি আছে। অভিযোগ জানানোর জন্য থাকবে নির্দিষ্ট ফোন নম্বরও।

এছাড়াও যানজট এড়াতে প্রশাসন জানিয়েছে, চারচাকা গাড়ি নিয়ে তারাপীঠে ঢুকতে হলে ২১ আগস্ট রাত ১টার মধ্যেই ঢুকতে হবে। এরপর আর ঢুকতে দেওয়া হবে না। তবে ভিতরের হোটেল পার্কিং খালি থাকলে পরে কিছু গাড়ি ঢুকতে দেওয়া হবে।

যদিও টিআরডিএর ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় জানান, যেখান থেকে গাড়ি আটকে দেওয়া হবে, সেখান থেকে তারাপীঠের দূরত্ব ৯ কিমি। হেঁটে পুণ্যার্থীদের আসা কষ্টকর— বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলেন তিনি। প্রশাসনিক কর্তারা এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

এছাড়াও প্রশাসনের তরফে ৯টি পার্কিংয়ের স্থান চিহ্নিত করা হয়েছে— জাতীয় সড়ক সংলগ্ন এলাকা, চিলার মাঠ, ফুলিডাঙা বাসস্ট্যান্ড-সহ।

পিএইচই-কে নির্দেশ দেওয়া হয়েছে ২.৫ লক্ষ জলের পাউচের ব্যবস্থা রাখতে, যার মধ্যে অর্ধেক থাকবে রামপুরহাট স্টেশনে।

রেল কর্তৃপক্ষের কাছে হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর অনুরোধও জানানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পথচারীদের জন্য নির্দিষ্ট রুট, গাড়ির জন্য আলাদা লেন, শিয়ালদহে মেট্রোর ভিড় সামলাতে একগুচ্ছ ব্যবস্থা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version