Home ভ্রমণ ভ্রমণের খবর মাত্র ১২৯৯ টাকায় আনলিমিটেড ট্র্যাভেল! পেটিএম নিয়ে এল দুর্দান্ত ট্রাভেল পাস

মাত্র ১২৯৯ টাকায় আনলিমিটেড ট্র্যাভেল! পেটিএম নিয়ে এল দুর্দান্ত ট্রাভেল পাস

0

ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম পেটিএম ভারতের পর্যটক ও ক্রেতাদের কথা ভেবে পেটিএম ট্রাভেল পাস পরিষেবা চালু করেছে। সাবস্ক্রাইব করতে হবে। এর ফলে বিনামূল্যে টিকিট বাতিল করা, ট্রাভেল বীমা করা, ১৫,২০০ টাকা পর্যন্ত আসনের ডিসকাউন্ট মিলবে। ব্যবসা, চাকরির জন্য যাঁরা নিয়মিত যাতায়াত করেন তাঁদের কথা ভেবে এই পরিষেবা চালু করা হয়েছে।

কী কী সুবিধা মিলবে

বেড়ানোর পরিকল্পনা বদলালেও বিনামূল্যে বিমানের টিকিট বাতিল করা যাবে। বিমান দেরি করলে, জিনিসপত্র হারালে, বিমান যাত্রায় কোনো ক্ষয়ক্ষতি হলে ট্রাভেল বীমার সুবিধা মিলবে। অভ্যন্তরীণ রুটে বিমানে যাতায়াতের সময় আসনপিছু ১৫০ টাকা করে ডিসকাউন্ট মিলবে। একাধিক জায়গায় বেড়ানোর ক্ষেত্রে বিমানের ভাড়া বাড়লেও ৩ মাস আগে থেকে লক ইন করে রাখার সুবিধা মিলবে। পেটিএমের ট্রাভেল পাস ৪ বার ব্যবহার করা যাবে। সহজ ও সাশ্রয়ী মূল্যে বিমানে যাতায়াতের সুযোগ মিলবে পেটিএমের ট্রাভেল পাসের মাধ্যমে।

কীভাবে কাটবেন পেটিএমের ট্রাভেল পাস

📱 পেটিএম অ্যাপ খুলুন আপনার স্মার্টফোনে।
✈️🚌🚆 Flights, Bus & Trains অপশনে ট্যাপ করুন।
🎫 Travel Pass সিলেক্ট করুন।
💸 মাত্র ₹১২৯৯ টাকায় ট্রাভেল পাস কিনে নিন!
👉 ‘Get Travel Pass for ₹১,২৯৯’ অপশনে ক্লিক করুন।
✅ পেমেন্ট হয়ে গেলে ট্রাভেল পাস নিজে থেকেই চালু হয়ে যাবে!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version